বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতি দেখতে গিয়ে জখম হলেন এক যুবক। ঘটনাটি গড়বেতার খড়িকাশুলি এলাকায়। বনদপ্তর জানিয়েছে, ওই যুবকের নাম সুদীপ্ত মল্লিক (২৩)। বাড়ি ওই এলাকাতেই। তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। জানা গিয়েছে, বুধবার রাতে একটি দলছুট হাতি গড়বেতা রেঞ্জের খড়িকাশুলির কৃষি জমিতে নেমে পড়ে। অন্যান্য বাসিন্দাদের সঙ্গে সুদীপ্তও গিয়েছিল হাতি দেখতে। সেই সময় ওই হাতিটি তার দিকে তাড়া করে নিয়ে গেলে জমিতেই পড়ে যায় সে। হাতিটি তার উপর দিয়ে পেরিয়ে যায়। খুব জোর রক্ষা পেয়েছে প্রাণহানি থেকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/3. হাতির পায়ের আঘাতে সুদীপ্ত তোর পায়ের হাড়ে চিড় ধরেছে। অন্যান্য বাসিন্দারা হাতিটিকে তাড়িয়ে তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান বনকর্মীরা। রেঞ্জের আধিকারিক বিশ্বজিৎ মুদিকড়া জানিয়েছেন, “এক যুবক আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরকারি নিয়ম অনুসারে সমস্ত রকম সাহায্য করা হবে। এলাকাবাসিকেও সতর্ক করা হয়েছে হাতি দেখতে যাতে কেউ না যায়।”
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা
আরও পড়ুন : মশালবনিতে বনদপ্তর ফসলে চালালো বুলডোজার


3/3. অন্যদিকে ঝাড়গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে মেদিনীপুর সদরে প্রবেশ করলো ৫০ টি হাতির একটি পাল। প্রবেশের মুখেই দফারফা জমির ধান। বিঘার পর বিঘা জমির ফসল পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। ক্ষোভ সৃষ্টি হয়েছে চাষীদের। জানা গিয়েছে, কলাইকুন্ডা এবং মানিকপাড়া এলাকায় ওই হাতির পালটি ছিল। বৃহস্পতিবার ভোরে কংসাবতী নদী পেরিয়ে চাঁদড়ার শুকনাখালির জঙ্গলে প্রবেশ করে।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
4/4. সেই সময় সোনাকড়া, মনিদহ, পলাশিয়া, ভ্রমরমারা এলাকার ধান জমিতে ব্যাপক ক্ষতি করে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাসের অভিযোগ, “হাতির পাল প্রবেশ করে জমির ধানের ক্ষতি করলেও দেখা মেলেনি বনদপ্তরের।” বনদপ্তরের দাবি, হাতির পালটিকে অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণও দেওয়া হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest Department
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper