Home » Stop Hunting : শালবনীর জঙ্গলে শিকারিরা! পশ্চিম মেদিনীপুরে শিকার বন্ধের বার্তা দিয়ে সাইকেল যাত্রা বনকর্তাদের

Stop Hunting : শালবনীর জঙ্গলে শিকারিরা! পশ্চিম মেদিনীপুরে শিকার বন্ধের বার্তা দিয়ে সাইকেল যাত্রা বনকর্তাদের

by Biplabi Sabyasachi
0 comments

Forest workers rides bicycle in West Midnapore with a message to stop hunting

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শিকার বন্ধের বার্তা দিয়ে বন দফতরের পক্ষ থেকে চলছে প্রচার। পোস্টার, লিফলেট, মাইকিং-এর পাশাপাশি হল সাইকেল যাত্রা। শনিবার সকালে শালবনীর আড়াবাড়ি থেকে শুরু করে গোয়ালতোড়, হুমগড়, নয়াবসত, চন্দ্রকোনা মিলিয়ে 52 কিমি পথ পরিক্রমা করে। অংশ নিয়েছিলেন, মুখ্য বনপাল অশোক প্রতাপ সিং, রেঞ্জার তমাল মুখার্জী, মলয় ঘোষ সহ অন্যান্য বনকর্মীরা।

Stop Hunting
নিজস্ব চিত্র

এদিন মেদিনীপুর সদরের ভাদুলিয়া ও শালবনীর বাঁকিবাঁধ ও খড়কডিহার জঙ্গলে শিকারের নির্দিষ্ট দিন ছিল। সকাল থেকে শিকারিদের জঙ্গলে প্রবেশ আটকাতে বনকর্মীরা পাহারায় থাকলেও, তাদের নজর এড়িয়ে জঙ্গলে প্রবেশ করে বেশকিছু শিকারি। আগামী 5 বৈশাখ আড়াবাড়ির জঙ্গলে রয়েছে শিকারের দিন। ওইদিন ভিন জেলা থেকেও শিকারিরা আসেন। তা লক্ষ্য রেখেই এদিন আড়াবাড়ি থেকে শিকার বন্ধের বার্তা দিয়ে বন দফতরের প্রচার।

Advertisement

সম্প্রতি মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে শিকারিরা পিছু হটলেও, জামশোলে আগের দিন রাত থেকে জঙ্গলে প্রবেশ করে পুলিশ ও বন দফতরের নাকা এড়াতে। রেঞ্জার তমাল মুখার্জী জানান, শিকার বন্ধের বার্তা দিয়ে সাইকেল যাত্রা হয়েছে। বন দফতর বিভিন্ন ভাবে লাগাতার চেষ্টা চালাচ্ছেন বন্যপ্রাণ শিকার বন্ধ এবং জঙ্গলে আগুন না লাগানোর জন্য মানুষজনকে সচেতন করতে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Stop Hunting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.