cut trees
আরও পড়ুন ঃ–লালগড়ে হাতির হানা আইসিডিএস কেন্দ্রে , উত্তেজনা এলাকায়
পত্রিকা প্রতিনিধিঃ বেশ কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর(Medinipur) কনকাবতী গ্রাম পঞ্চায়েতের দেলুয়া এলাকার জঙ্গল থেকে একদল মহিলা অবৈধ ভাবে গাছ(Tree) কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ওই মহিলাদের বলতে, ‘বেশ করেছি গাছ কেটেছি’। আর তার কিছুক্ষণের পরেই ওই ভিডিও পৌঁছায় বন দফতরে। তারপরই কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেদিনীপুর(Medinipur) রেঞ্জের আধিকারিক পাপন মহান্ত।
সেই মতো বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকার জঙ্গলে পৌঁছে যায় বনকর্মীরা(Forest workers)। লুকিয়ে থাকেন কেউ জঙ্গলে (Forest) প্রবেশ করে গাছ কাটছে কিনা তাঁকে ধরার জন্য। কিন্তু সকাল দশটা পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও জঙ্গলের ভেতর থেকে বহু কাটা গাছ (Tree)উদ্ধার করেন বনকর্মীরা(Forest workers)। এবিষয়ে পাপন বাবু জানিয়েছেন, প্রতিদিনই আমাদের বনকর্মীরা (Forest workers)জঙ্গলে টহল দেন। আজ অনেক গাছ উদ্ধার হয়েছে। তবে নিয়মিত এই টহল চলবে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
cut trees
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore