বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শীতের শুরু থেকেই পুড়তে শুরু করলো জঙ্গল। আগুনে তিন হেক্টর জায়গা পুড়ে ছাই। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি রেঞ্জের ডলং এলাকায়। সোমবার দুপুরে কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো জঙ্গল। আনন্দপুর থানার পুলিশের সিভিল টিম এবং গ্রামবাসীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : কিছুতেই এই গাছ কাটতে দেবো না’, আঁকড়ে ধরল খুদেরা, মেদিনীপুরের প্রাচীন গাছ কাটা আটকাতে প্রতিবাদ
প্রচুর কুশ জাতীয় ঘাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর যায় বনদপ্তরে। বনকর্মী, স্থানীয় যৌথ বনপরিচালন কমিটি ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩ হেক্টর জঙ্গল পুড়ে গিয়েছে। বনদপ্তর থেকে জানা গিয়েছে, ওই এলাকায় পাঁচ হেক্টর নতুন করে বৃক্ষরোপণ হয়েছিল। ডলং যৌথ বন পরিচালন কমিটি ভালো জঙ্গল রক্ষায় এবং বৃক্ষ রোপনের জন্য রাজ্যস্তরে পুরস্কৃত হয়েছিল।

সেই এলাকার জঙ্গল পুড়ে ছাই হয়ে গেল কিছু অসাধু মানুষের অসচেতনতায়। আড়াবাড়ি রেঞ্জের আধিকারিক বাবলু মান্ডি জানিয়েছেন, তিন হেক্টর জঙ্গল পুড়ে গিয়েছে। গ্রামবাসী, বনকর্মী এবং দমকলের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে এবং নজরদারি চালানো হচ্ছে। কেউ ধরা পড়লে আইন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest fire
Biplabi Sabyasachi Largest Bengali Newspape