বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝাড়গ্রামের পর এবার খড়্গপুর বনবিভাগে হাতিকে উত্ত্যক্ত করার ছবি ধরা পড়লো। এর আগে ঝাড়গ্রাম জেলায় একাধিক যুবককে তলব করেছিল বনদপ্তর। সতর্ক করার পাশাপাশি আইনি ব্যবস্থাও নিয়েছিল তাদের বিরুদ্ধে। এবার সেই এলাকা ছেড়ে খড়্গপুর বনবিভাগ এলাকায় হাজির হলো ঝাড়গ্রামের একদল যুবক। তাদের মধ্যে এক যুবককে হাতির কাছে গিয়ে অঙ্গভঙ্গি, এমনকি ছবি, ভিডিও তুলতে দেখা যায়। একসময় হাতিকে লাঠি নিয়ে তাড়া করে। সেই ছবি বনদপ্তরের হাতে। ওই যুবকের খোঁজ শুরু করেছে বনদপ্তর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/3. জানা গিয়েছে, ৫০ থেকে ৬০ টি হাতি খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গার জঙ্গলে ডেরা বাঁধে। সেই খবর চাউর হতেই বিকেলবেলা ভিড় জমায় উৎসুক যুবকরা। অনেকে দূর থেকে হাতিকে লক্ষ্য করলেও কয়েকজন যুবক হাতির কাছে গিয়ে উত্ত্যক্ত করে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে। এক যুবককে দেখা গিয়েছে, লাঠি উঁচিয়ে হাতিকে তাড়া করতে। উল্টোদিকে হাতিও তাড়া করে নিয়ে আসে।
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা
আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ
3/3. এমন দৃশ্য মোবাইল বন্দী করছে অন্য যুবক। ওই ঘটনায় দুর্ঘটনাও ঘটতে পারে। এর আগে ঝাড়গ্রাম জেলায় এক যুবকের মৃত্যু হয়েছিল ভিডিও করতে গিয়ে। অনেকে ছবি তোলার জন্য হাতির কাছে পৌঁছে যায়। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “হাতিকে উত্ত্যক্ত করার খবর পেয়েছি। ছবিও আমাদের কাছে এসেছে। ওই যুবকের খোঁজ শুরু করেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় এমন একাধিক ঘটনার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে বনদপ্তর। তারপর অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হাতিকে উত্ত্যক্ত করে ভিডিও বানানোর ক্ষেত্রে এবার সেই এলাকার যুবকরা পাড়ি দিচ্ছে খড়্গপুর বনবিভাগ এলাকায়।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest Department
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper