Today’s news
আরও পড়ুন ঃ–করোনা সংক্রমণ ঊর্ধ্বে, জঙ্গলমহল সহ দুই মেদিনীপুরে আক্রান্ত ৭০৩ , বাড়ছে সুস্থতার হারও
পত্রিকা প্রতিনিধিঃ কয়েক মাস ধরে চাকরিতে নিয়োগকারী কোনও সংস্থারই কর্তাদের খোঁজ মিলছে না। যার ফলে গত ২ মাস ধরে বেতন পাচ্ছেন না পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তবে ঠিকাদার সংস্থাগুলি বেতন না দিয়ে বেপাত্তা হয়ে যাওয়ায় করুণ অবস্থা হয়েছে ওই অস্থায়ী কর্মীদের। তাঁদের অভিযোগ, বেতন না পাওয়ার বিষয়টি রাজ্য ও জেলা স্বাস্থ্য দফতরকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।
তাঁদের দাবি, বেতন না পাওয়া সত্ত্বেও কাজে বিন্দুমাত্র ঢিলে দেননি তাঁরা। নিজেদের পকেটের পয়সা খরচ করে করোনা স্বাস্থ্য- সরঞ্জাম সঙ্গে নিয়ে ডিউটিতে এসেছেন। গত দু-মাস ধরে বেতনের জন্য অপেক্ষা করার পরেও বেতন মেলেনি। তাই ক্ষুব্ধ কর্মীরা বৃহস্পতিবার কর্মবিরতি রেখে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বেতনের দাবিতে সুপার হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা। পরে অবশ্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বাদল অশ্রু ঘাটা ও হাসপাতাল সুপারের আশ্বাসে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে।
এবিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বাদল অশ্রু ঘাটা বলেন, ‘‘এগরা সুপার হাসপাতালের অস্থায়ী কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যার কথা জানতে পেরেছি। ইতিমধ্যে হাসপাতালের সুপারের কাছে রিপোর্টও পাঠানো হয়েছে। আশা করি, কয়েক দিনের মধ্যে সমস্যা মিটে যাবে।’’
এবিষয়ে অস্থায়ী স্বাস্থ্যকর্মী সৌরভ জানা বলেন, রাজ্য সরকার বেতন বাবদ যে টাকা পাঠিয়েছে, ওই সংস্থাগুলি তা নিয়ে পালিয়ে গিয়েছে। দীর্ঘ ৪ বৎসর ধরে কাজ করার পরেও সঠিক সময়ে বেতন প্রদান বেতন বৃদ্ধি সহ বেতি বৃদ্ধিও করা হয়নি। তাছাড়া করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার , পিপিকিট সহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করা হয়নি।এবিষয়ে বারবার হাসপাতালের সুপার সহ স্বাস্থ্য কর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। যদিও এবিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলতে রাজি নন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Today’s news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore