Home » Kharagpur : স্বামী-সন্তানের সংসার ছেড়ে ছিল প্রেমের টান! প্রেমিকের হাতেই খুন প্রেমিকা

Kharagpur : স্বামী-সন্তানের সংসার ছেড়ে ছিল প্রেমের টান! প্রেমিকের হাতেই খুন প্রেমিকা

by Biplabi Sabyasachi
0 comments

Kharagpur

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নিজের স্বামী-সন্তানের সংসার ছেড়েছিল প্রেমিকের টানে। প্রেমিকও নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিল। গ্রামবাসীদের নিয়মের বিরুদ্ধে গিয়ে গ্রামের শেষ প্রান্তে চালা তৈরি করে লিভ ইন সম্পর্কে বাস করছিলেন দুজনে। খড়্গপুরের প্রত্যন্ত গ্রামের এই সম্পর্ক ছ-বছর পর তিক্ত হলো। মঙ্গলবার দুপুরে প্রেমিকার দেহ জঙ্গলের একটি কবর থেকে উদ্ধার করল পুলিশ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Kharagpur
নিজস্ব চিত্র

অভিযোগ উঠল প্রেমিক যুবক ওই প্রেমিকাকে খুন করে পুঁতে দিয়েছিল গ্রামের পাশে জঙ্গলে। প্রেমিককে আটক করে তদন্ত শুরু করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। মৃত মহিলার নাম পবিত্রা সিং। ধৃত যুবক তরুণ সিং। ঘটনাটি খড়্গপুরের ভালুকমাচা এলাকায়। সোমবার দুপুরে পবিত্রা সিং-এর ‘রহস্য মৃত্যু’র ঘটনা সামনে আসে এলাকাবাসীর কাছে। অভিযোগ, পবিত্রা-কে খুন করে পুঁতে দিয়েছে তাঁর সঙ্গী বা প্রেমিক। মঙ্গলবার ওই গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্ত সহ সমস্ত ধরনের পুলিশি তদন্ত শুরু করেছে।

Kharagpur

স্থানীয় বাসিন্দা সোহানি সিং বলেন, “তরুণ নামে ওই প্রেমিক এলাকাবাসীদের মধ্যে কয়েকজনের বাড়িতে গিয়ে সোমবার জানায় পবিত্রা’র মৃত্যু হয়েছে। দাহ করতে হবে। এলাকাবাসী জানান, এখন তাঁরা চাষের কাজে ব্যস্ত, কিছুক্ষণ দেরি হবে। অভিযোগ, এর মধ্যেই পবিত্রাকে নিজেদের ‘কুঁড়ে ঘর’ থেকে কিছুটা দূরে,‌ মাঝ জঙ্গলে গর্ত খুঁড়ে পুঁতে দেয় তরুণ। আমাদের সন্দেহ পবিত্রা অসুস্থ ছিল। তার উপর তাকে মারধর করে খুন করে দিয়েছে ওই যুবক। পরে নিজেই পুঁতে দিয়েছে।”

সোমবার বিকেলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তের পর তরুণ সিং-কে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। গ্রামের আপামর পুরুষ-মহিলা জানাচ্ছেন, দু’জনই নিজেদের সংসার ছেড়ে একসাথে ঘর বাঁধতে চেয়েছিল। তরুণের স্ত্রী ও সন্তানরা এই ভালুকমাচা গ্রামেই থাকে। পবিত্রা’র ক্ষেত্রেও তাই। তবে, প্রেমের টানে সেইসব তারা পরিত্যাগ করে মাসখানেকের জন্য বাইরে পালিয়ে গিয়েছিল। তারপর, ফিরে আসে গ্রামে।

আরও পড়ুন : অরণ্যের খোঁজে পুলিশকে সহায়তা করতে মেদিনীপুরে সিআইডি আধিকারিকরা

আরও পড়ুন : প্রেমে পথের কাঁটা সরাতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা স্ত্রী-র

এরপরই, গ্রামের পাশেই কিছুটা জঙ্গল সংলগ্ন নিরিবিলি এলাকায় মাটি, বাঁশ দিয়ে ‘কুঁড়ে ঘর’ তৈরি করে বসবাস শুরু করেছিল। তবে, কয়েক বছর পরই সঙ্গিনীর উপর অত্যাচার শুরু করে তরুণ। গ্রামবাসীরা একযোগে জানিয়েছেন, তাঁরাও সেইসব শারীরিক অত্যাচারের সাক্ষী আছেন। মদ্যপ অবস্থায় অকথ্য অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। আর এভাবেই সোমবারও মদ্যপ অবস্থায় অত্যাচার চালাতে গিয়েই তরুণ তার সঙ্গিনীকে মেরে ফেলে বলে অভিযোগ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : দু’বছরের শিশুর ডেঙ্গু, RTPCR সহ রক্ত পরীক্ষার তারিখ মিলল কুড়ি দিন পর, মেদিনীপুর হাসপাতালে পরিষেবার চূড়ান্ত অব্যবস্থা

আরও পড়ুন : “চলো গ্রামে যাই” কর্মসূচীতে সাইকেলে বিধায়ক, শুনতে হলো এলাকাবাসীর অভাব-অভিযোগ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kharagpur

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.