ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খাদ্যে বিষক্রিয়ার ফলে একই পরিবারে অসুস্থ এক শিশু সহ ১২ জন। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা চাঁদাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার (২৪ মে)ওই পরিবারে চলছিল সামাজিক অনুষ্ঠান।
সেই সামাজিক অনুষ্ঠানে খাওয়ার খেয়েই এই বিপত্তি। সোমবার (২৫ মে) সকাল থেকেই অসুস্থ বোধ করেন পরিবারের সদস্যরা। শুরু হয় বমি ও পায়খানা। এরপর স্থানীয়দের তৎপরতায় তাদেরকে এই দিন সন্ধ্যায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Food Poisoning
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore