বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বৃষ্টি-কাঁটা। প্রায় দেড়মাস ধরে জলবন্দি ঘাটাল। বর্ষা শেষ হলেই ঘাটালকে প্লাবনমুক্ত করার কাজ পুরোদমে শুরু হবে। মঙ্গলবার ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দফায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন। জানালেন, ইতিমধ্যে কাজের বরাত দেওয়া হয়ে গিয়েছে। বর্ষা কাটলেই কাজ শুরু হবে। ড্রেজিং ও অন্যান্য কাজ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন ঘাটাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী পাশে ছিলেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেব।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

মুখ্যমন্ত্রীর অভিযোগ, “বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র কোনও রকম সদিচ্ছা দেখাচ্ছে না। ডিভিসি আবার ঝাড়খণ্ডকে রক্ষা করতে গিয়ে আমাদের না জানিয়েই হঠাৎ জল ছেড়ে দেয়। এ বার ৫১ হাজার লক্ষ কিউসেক জল ছেড়েছে ওরা। পরিকল্পনা করেই বন্যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ ক্ষতিপূরণে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন্দ্র।”
আরও পড়ুন : ৩৮ শে পা বিপ্লবী সব্যসাচী- র

মমতা মনে করান, কেলেঘাই, কপালেশ্বরীর সংস্কারও কেন্দ্র করেনি। রাজ্যকেই করতে হয়েছিল। ওদের অসহযোগিতা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য রূপায়ণ করবে। বর্ষার পর থেকেই মাস্টারপ্ল্যানের কাজ

ঘাটালের সভা থেকেই ভাষা-রাজনীতি এবং নাগরিকত্ব ইস্যুতেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “আমি প্রতিবাদ করেছি বলেই ওরা বলছে, আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করবে!

ভয় পাই না আমি ওদের হুমকিকে।”মুখ্যমন্ত্রী জানান, এদিন তিনি ঘাটাল থেকে মেদিনীপুরে যাবেন। আগামিকাল মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম। পরের দিন অরণ্য শহরে জনজাতির একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Flood Crisis
Biplabi Sabyasachi Largest Bengali Newspape