পত্রিকা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে আসছে ।হাত দিয়েই ধরা যাচ্ছে রুই, কাতলা, মৃগেল,গ্যাসকার্প সহ বিভিন্ন ধরনের মাছ ।খবর ছড়িয়ে পড়তেই মাছ ধরার হিড়িক পড়ে যায় ।কেউ জাল ফেলে কেউ গামছা বা মশারি দিয়ে কেউ আবার খালি হাত দিয়েই কেজি কেজি মাছ ধরছেন ।বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের বেড়া পাল গ্রাম সংলগ্ন কাঁসাই নদীতে মাছ ধরতে হুড়োহুড়ি পড়ার চিত্র দেখা গেল ।কেন কীভাবে এত মাছ এলো ? স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলেন প্রাকৃতিক দুর্যোগের সময় ঝাঁকে ঝাঁকে মাছ একসঙ্গে থাকার প্রবণতা থাকে ।সেই জন্যই হয়তো নদীতে এত মাছ এসেছে ।মনিদহ গ্রাম থেকে জাল নিয়ে মাছ ধরতে এসেছিলেন গোপাল বেরা, সন্দীপ বেরা’অজয় বেরা,জয়দেব মাঝিরা।জাল দিয়ে তারা ৭০ কেজির উপর মাছ ধরেছেন ।এক একটি মাছ গড়ে তিন থেকে পাঁচ কেজি ওজনের ।নদীর পাড় থেকে বিক্রিও হয়ে যায় অনেক মাছ ।গুড়গুড়িপাল থেকে স্বরূপ নন্দিরা হাত জাল দিয়ে একটা একটা করে অনেক মাছ ধরেছেন ।কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ ।
ঝড় বৃষ্টির মধ্যেই ঝাঁকে ঝাঁকে মাছ ,উপুড়হস্ত কাঁসাই, ধরতে হিড়িক গ্রামবাসীর
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -