পত্রিকা প্রতিনিধি: রাতের অন্ধকারে মাঠে থাকা ট্রাক্টর ও গ্রামের একটি বইয়ের দোকানে আগুন লাগিয়ে দিলো দুস্কৃতিরা।সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার আরিট গ্রামে।জানাযায়,আরিট গ্রামের চাষি স্বপনকুমার মাঝির একটি ট্রাক্টর জমিতে হাল করার জন্য মাঠেই ছিলো।গতকাল বৃহস্পতিবার রাতে ওই ট্রাক্টরটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।আগুনে সম্পুর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে ট্রাক্টরটি।পাশাপাশি গ্রামেরই মনীন্দ্রনাথ মাঝি নামের এক ব্যক্তির একটি বই দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।বই দোকানটি আগুনে সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাযায়।আগুন লাগার ঘটনা শুক্রবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক্টর ও বই দোকানের মালিকের আশঙ্কা,দাসপুরের আরিট গ্রামে দীর্ঘ দিন ধরেই চলে আসছে চোলাই মদের রমরমা।গ্রামের স্কুলের পাশেই চলে চোলাই মদের রমরমা ফলে নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ,এর বিরোধীতা করে আসছিলেন আগুনে ভস্মীভূত হওয়া ট্রাক্টর ও বই দোকানের মালিক স্বপনকুমার মাঝি ও মনীন্দ্রনাথ মাজি।সেই কারনেই কিছু দুস্কৃতি রাতের অন্ধকারে এই ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
0