Mamata Banerjee : মর্মান্তিক দুর্ঘটনায় মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একজনের। সরকারি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে সঠিকভাবে ব্রেক না দিয়ে নেমে পড়েছিলেন বাসের চালক। তারপরেই বাসের বনেট খোলার চেষ্টা করে খালাসি। দাঁড়িয়ে থাকা গাড়ি পেছনে গড়িয়ে গিয়ে পিষ্ট করে দিল বাবা ও ছেলেকে। মৃত্যু হল ছেলে রাজনারায়ণ সামন্ত’র (৪০)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মর্মান্তিক দুর্ঘটনায় মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একজনের। সরকারি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে সঠিকভাবে ব্রেক না দিয়ে নেমে পড়েছিলেন বাসের চালক। তারপরেই বাসের বনেট খোলার চেষ্টা করে খালাসি। দাঁড়িয়ে থাকা গাড়ি পেছনে গড়িয়ে গিয়ে পিষ্ট করে দিল বাবা ও ছেলেকে। মৃত্যু হল ছেলে রাজনারায়ণ সামন্ত’র (৪০)।
আরও পড়ুন : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে একটি সরকারি বাস এসে প্রবেশ করে মেদনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। যাত্রী নামিয়ে ওই গাড়ির চালক গাড়িটাকে দাঁড় করিয়ে বাথরুমে চলে যান। তারপরে খালাসি গাড়ির বনেট খুলে মালপত্র বের করার চেষ্টা করে। হ্যান্ডব্রেক না মেরে রাখায় গাড়ি নিউট্রাল হয়ে গাড়ির পেছন দিকে গড়তে শুরু করে। সেই সময় যাত্রীভরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অনেক মানুষই যাতায়াত করছিলেন।
আরও পড়ুন : পিড়াকাটায় ফুটবল খেলার সময় মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল, তারপর যা হল
পেছনে আরও বেশ কয়েকটা বাস ছিল। ওই সরকারি বাসের পেছন দিয়ে বাবা ও ছেলে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিল। সরকারি বাসটি পিছনোর সময় উল্টো দিকে আরও একটি বাসের মাঝে পড়ে যায় তারা। সরকারি বাসের চাকায় বাবা ও ছেলে দুজনেই পিষ্ট হয়ে যায়। অন্যান্যরা দ্রুত বাবাকে কোনোভাবে টেনে বের করতে পারলেও ছেলেকে বের করতে দেরি হয়ে যায়।
Road Accident
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নির্বাচন, পশ্চিমে ভাইরাল অডিও ভিডিও আলোচনা
অন্য বাসের চালকরা দ্রুত বাসটিকে এগিয়ে ছেলেটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হলেও রাজনারায়ণ সামন্তের মৃত্যু হয় সেখানে। মৃত রাজনারায়ণের বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুরে। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসের চালক শেখ রাজু বলেন, “সরকারি বাসের ওই চালক বাস দাঁড় করানোর পর হ্যান্ড ব্রেক না মেরে বাথরুম চলে গিয়েছিলেন।
আরও পড়ুন : মেদিনীপুর সদরে ৮০টি হাতির পাল, বাড়ি ভাঙায় আতঙ্ক, পাহারায় বনকর্মীরা
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
কন্ডাক্টর বিষয়টি বুঝতে না পেরে বনেট খোলার চেষ্টা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।” এই ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন ওই সরকারি বাসের চালক শ্রীকান্ত মন্ডল। তিনি বলেন, “কোন ভাবে বনেট খোলার সময় নিউট্রাল হয়ে এ ঘটনা ঘটেছে।” পরে কোতোয়ালী থানার পুলিশ সেখানে হাজির হয়। বাসটিকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper