Fancy Initiative : নাবালিকা বিয়ে কমাতে প্রশাসনের অভিনব উদ্যোগ। শুক্রবার সন্ধ্যায় মোহনপুর ব্লক প্রশাসন নাটিকা পরিবেশন করল। শুধু নাবালিকা বিয়ে নিয়ে সচেতন নয়, রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সুফল নিয়েও নাটিকা পরিবেশন করা হয়েছে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নাবালিকা বিয়ে কমাতে প্রশাসনের অভিনব উদ্যোগ। মোহনপুর প্রশাসন উন্নয়নের পথে বাংলা কর্মসূচির মঞ্চ নাটক পরিবেশন করল। তাতে অংশ নিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, মোহনপুর পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সদস্য, সদস্যারা। অভিনব প্রচার ও সচেতনতার এই কর্মসূচি সফল বলেই মত প্রশাসনের। শুক্রবার সন্ধ্যায় মোহনপুর ব্লক প্রশাসন নাটিকা পরিবেশন করল।
আরও পড়ুন : অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য খড়্গপুরে গঠিত হল পুলিশের ‘উইনার্স টিম’
তাতে অভিনয় করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তপনকুমার প্রধান, মোহনপুর পঞ্চায়েত প্রধান রুনা পাত্র, উপ প্রধান সুনীল নায়েক, পঞ্চায়েত সদস্য শুভেন্দু কর, বিশ্বনাথ প্রধান, গীতাঞ্জলি মিশ্র, সংযুক্তা গিরি, সুমিত্রা মাইতিরা। শুধু নাবালিকা বিয়ে নিয়ে সচেতন নয়, রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের সুফল নিয়েও নাটিকা পরিবেশন করা হয়েছে। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুক্রবার আয়োজন করা হয়েছিল উন্নয়নের পথে বাংলা উদযাপন।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে রেল লাইনে কাজ করার সময় মাটি কাটা যন্ত্র চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির
এদিন এলাকার কচিকাঁচাদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করা হয়েছিল। প্রতিযোগিতা শেষে সফলদের পুরস্কার তুলে দেওয়া হয়। সেই মঞ্চকেই নাবালিকা বিয়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে নাটিকা পরিবেশিত হল।নাম-‘উত্তরণের আলো’। নাটিকার পরিকল্পনা ছিল বিডিও রাজীব দত্ত চৌধুরীর, নির্দেশনা ও রচনা শিক্ষক রঞ্জিত সেনের। নাটিকার মধ্য দিয়ে নাবালিকা বিয়ের কুফল-সহ নানান দিক তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন : এসএসসি দুর্নীতির প্রতিবাদে পুলিশের লাঠি চার্জ, মেদিনীপুরে বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fancy Initiative
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore