Home » Distilling Liquor Business : চোলাই মদ কারবারে নিরীহদের আটক করেছে আবগারি! মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরে আবগারি দপ্তর ঘেরাও মহিলাদের

Distilling Liquor Business : চোলাই মদ কারবারে নিরীহদের আটক করেছে আবগারি! মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরে আবগারি দপ্তর ঘেরাও মহিলাদের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চোলাই মদের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অভিযান চলে আবগারি দপ্তরের। সেইমতো মঙ্গলবার রাতে দাঁতনের বেলমুলা গ্রামে অভিযান চালিয়ে বেশকিছু জিনিসপত্র, চোলাই বাজেয়াপ্ত করার পরে কয়েকজনকে গ্রেফতার করে আবগারি দফতর। এরপর বুধবার দুপুরে গ্রামের পুরুষ ও মহিলারা দাঁতনের আবগারি দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন:- মেদিনীপুরে গোলকুয়াচক থেকে কোতোয়ালি বাজার পর্যন্ত রাস্তায় অবৈধ দোকান উচ্ছেদ পৌরসভার

Distilling Liquor Business
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- খড়্গপুরে দিন-দুপুরে টোটোতে মহিলার ব্যাগ ছিনতাই, তিন লক্ষাধিক টাকা ও মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীরা

অফিসের সামনে রাস্তা অবরোধ করে বসে পড়েন মহিলারা। পরে দাঁতন থানার পুলিশের মধ্যস্থ্যতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের সঙ্গে দু’জন নিরপরাধ গ্রামবাসীকে ধরে নিয়ে এসেছে আবগারি দপ্তর। তাদের মুক্তি দিতে হবে। স্থানীয় বাসিন্দা উত্তম কুমার বেরা বলেন, “গত রাতে আবগারি দফতর অভিযান চালায়।

Distilling Liquor Business

আরও পড়ুন:- বীরভূমের ঘটনার নিন্দায় মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ সিপিএমের

Advertisement

আরও পড়ুন:- অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতে পরীক্ষার দাবিতে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

কিন্তু যারা অভিযুক্ত তারা পালিয়ে গেলে নদীর ঘাটে নৌকা ফেরি করছিল যারা, তাদের গ্রেফতার করে নেয়। বেধড়ক মারধর করা হয়েছে নিরপরাধ ব্যাক্তিদের। তাই অবিলম্বে তাদের মুক্তি দিয়ে দোষী আবগারী কর্মীদের শাস্তি দিতে হবে।” ঘটনায় উত্তেজনা তৈরী হয়। হাজির হয় দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী। পরে দাঁতন থানার পুলিশের আশ্বাসে উঠে যায় ঘেরাও বিক্ষোভ।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন দফতর ও পুলিশের সাঁড়াশি আক্রমণে পিছু হটল শিকারিরা, বাজেয়াপ্ত অস্ত্র

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Distilling Liquor Business

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.