Home » Duare Sarkar : স্কুল বন্ধ থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে ডাক ‘কন্যাশ্রী’দের! মেদিনীপুর সদরের ঘটনায় বিতর্ক

Duare Sarkar : স্কুল বন্ধ থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে ডাক ‘কন্যাশ্রী’দের! মেদিনীপুর সদরের ঘটনায় বিতর্ক

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তীব্র গরমের জেরে দেড় মাস স্কুল ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ছুটির মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে চলছে ‘দুয়ারে সরকার শিবির’। আর সেই শিবিরে বিভিন্নভাবে ফর্ম পূরণ করে সাহায্য করতে দেখা গেল বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবকে। তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, গরমের জন্য বিদ্যালয়ে পড়াশোনা বন্ধ অথচ ছাত্র-ছাত্রীদের ডেকে কেন ফর্ম ফিলাপ করাতে হবে।

আরও পড়ুন : বেআইনি ভাবে মজুত গাছ! পশ্চিম মেদিনীপুরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল বন দফতর

নিজস্ব চিত্র : ‘দুয়ারে সরকার’ শিবিরে ডাক ‘কন্যাশ্রী’দের

গরমের অজুহাতে কি সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থায় ডামাডোল তৈরি করতে? প্রশ্ন শিক্ষক সংগঠনগুলির। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল গুড়গুড়িপালে। মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির ছিল এদিন। আর সেই শিবিরে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আসা মানুষজনদের সহায়তা করল গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব। ওই ছাত্রীরা জানিয়েছে, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণে সহায়তা করছে।

আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে চাষের জমিতে বেআইনি ভেড়ি তৈরি বন্ধ করল প্রশাসন

Advertisement

অনেকেই বলছেন, বিদ্যালয় বন্ধ ঘোষণার পর বেশ কিছু বিদ্যালয়ে পরীক্ষা হওয়ায় শিক্ষা দফতর ব্যবস্থা নিলে এই ক্ষেত্রে কেন ব্যবস্থা নিবে না? বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ভৌমিক জানান, “বিডিও অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাই পাঠানো হয়েছে। তবে কাউকে জোর করা হয়নি। কেউ যেতে না চাইলে নাও যেতে পারে।” মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক উত্তম প্রধান বলেন, “গরমের অজুহাতে সরকার শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে।

আরও পড়ুন : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

না হলে একদিকে যখন গরমের অজুহাতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা দুয়ারে সরকার শিবিরে তীব্র গরমের মধ্যে বারান্দায় বসে ফর্ম ফিলাপ করে যাচ্ছে।” নাম প্রকাশে অনিচ্ছুক ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারী টিচার্স অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন, এমনটা হওয়ার কথা নয়। বিষয়টা খোঁজখবর নিয়ে দেখতে হবে। মেদিনীপুর সদর বিডিও সুদেষ্ণা দে মৈত্র জানিয়েছেন, “সরকারী নির্দেশ অনুযায়ী হয়েছে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Duare Sarkar

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.