বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের শালবনীর রঞ্জা এলাকায় দুটি দাঁতাল হাতির মধ্যে লড়াই বাঁধে। সেই মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় জমান কয়েক হাজার জনতা। সেই সময় বেশ কিছু যুবক হাতিকে লক্ষ্য করে পাথর, লাঠি ছোঁড়ে। আরও এক যুবককে দেখা গিয়েছিল জঙ্গলের ভেতরে ঢুকে হাতির লেজ ধরে টানতে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিড়াকাটা রেঞ্জ আধিকারিক শুভজিৎ দাস সহ অন্যান্য বন কর্মীরা ওই যুবককে আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। বনদপ্তর জানিয়েছে, ওই যুবকের নাম রাজকুমার মাহাত। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সিভিক ভলান্টিয়ার। এবার মেদিনীপুর আদালতে মামলা রুজু করলো বনদপ্তর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : হাতির লেজ ধরে টান, শালবনীতে আটক এক যুবক, বাকিদের খোঁজে তল্লাশি
শনিবার মেদিনীপুর বনবিভাগ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়েছে, গত বুধবার ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া পিড়াকাটা-গড়বেতা রাস্তায় দুটি বন্য হাতির মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে হাজার হাজার দর্শকের ভিড় হয়। যার ফলে অত্যন্ত অস্থির পরিস্থিতি তৈরি হয়। বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ২টা নাগাদ বনকর্মী ও পুলিশের সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানো হয়। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও প্রকাশিত হয়। যেখানে দেখা যায় এক ব্যক্তি একটি হাতিকে উত্যক্ত করছে।

বনদপ্তর দ্রুত পদক্ষেপ নেয়, ব্যক্তিকে শনাক্ত করে এবং ১৯৭২ সালের বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের ৯ ধারার অধীনে মামলা দায়ের করে। সিজেএম আদালত, পশ্চিম মেদিনীপুরে একটি প্রাথমিক অপরাধ প্রতিবেদন (পিওআর) দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি পশ্চিম মেদিনীপুর পুলিশের সাথে যুক্ত একজন নাগরিক স্বেচ্ছাসেবক (সিভিক ভলান্টিয়ার)। বিষয়টি পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আনা হয়েছে। যাতে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিএফও জানিয়েছেন, বন্যপ্রাণীদের উত্যক্ত করা বা বিরক্ত করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং কোনও অবস্থাতেই তা সহ্য করা হবে না। এই ধরনের কার্যকলাপে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant case
Biplabi Sabyasachi Largest Bengali Newspape