Elephant Attack : দোকান থেকে সারা মাসের রেশন এনে মজুত করেছিল বাড়িতে। ছিল কুইন্ট্যাল খানেক চাল। সেই চালের গন্ধে বাড়িতে হানা দিল হাতি। ভেঙে ফেলে বাড়ি দেওয়াল। সাবাড় করে দেয় বস্তা ভর্তি চাল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মিরগা এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দোকান থেকে সারা মাসের রেশন এনে মজুত করেছিল বাড়িতে। ছিল কুইন্ট্যাল খানেক চাল। সেই চালের গন্ধে বাড়িতে হানা দিল হাতি। ভেঙে ফেলে বাড়ি দেওয়াল। সাবাড় করে দেয় বস্তা ভর্তি চাল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মিরগা এলাকায়।
আরও পড়ুন : ‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার হলে পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত করা হবে!’ মন্তব্য শুভেন্দুর
জানা গিয়েছে মঙ্গলবার ভোররাত থেকে একটি দলছুট হাতি হানা দেয় মিরগার ভাঙাবাঁধ এলাকায়। একাধিক বাড়িতে তল্লাশি চালায় খাবারের খোঁজে। ওই এলাকার বাপি মাইতি নামে এক ব্যক্তির বাড়িতে চালের গন্ধ পেয়ে ভেঙে ফেলে ইটের দেওয়াল। খেয়ে ফেলে রেশনের চাল।
আরও পড়ুন : নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, দীঘায় জারি সতর্কবার্তা
Elephant Attack
ওখান থেকে তাড়া খেয়ে চলে যায় পাশের গ্রাম সারসবেদিয়াতে। সেখানেও নরেন টুডু নামে এক ব্যক্তির মাটির দেওয়াল ভেঙে রেশনের চালের বস্তা বের করে খেয়ে মাটিতে ছড়িয়ে দেয়। পরে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ ভাবে তাড়া করলে জঙ্গলে ফেরত যায় হাতিটি। সকালে ঘটনাস্থলে যান বনকর্মীরা।
আরও পড়ুন : বিকল অধিকাংশ পথবাতি! সন্ধ্যা নামলেই আঁধারে ডোবে বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালের বীরসিংহ
পরিবারগুলি জানিয়েছে, সারা মাসের জন্য রেশনের চাল মজুত ছিল বাড়িতে। সব চাল হাতিতে খেয়ে নেওয়ায় ভাতের যোগান নিয়ে চিন্তায় তারা। বন দফতর থেকে জানা গিয়েছে, একটি দলছুট হাতি দুটি বাড়ি ভেঙেছে। সরকারী নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন : পুরনো নয়, চাই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পশ্চিম মেদিনীপুরে ২১ দফা দাবি বনকর্মীদের
আরও পড়ুন : নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, দীঘায় জারি সতর্কবার্তা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper