বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। শৌচকর্মে বেরোতেই বৃদ্ধকে শুঁড়ে তুলে আছাড় মারে। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত বারোটা নাগাদ শালবনীর মালিদা এলাকায়। মৃত বৃদ্ধের নাম হরেন রায় (৬৫)। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিড়াকাটা ও চাঁদড়া এলাকার জঙ্গলে দলছুট কয়েকটি হাতি রয়েছে। এর আগে বহু বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে দলছুট হাতির হানায়। বুধবার রাতে একটি হাতি খাবারের খোঁজে মালিদা গ্রামে প্রবেশ করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : স্কুটি থেকে পড়ে ট্রাক্টরের চাকার তলায় ! মেদিনীপুরে অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা

সেই সময় শৌচকর্মের জন্য বাড়ি থেকে বাইরে বের হন হরেন বাবু। তাঁকে নাগালে পেয়ে শুঁড়ে ধরে আছাড় মারে। স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন বুঝতে পেরে হাতিটিকে তাড়িয়ে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বনদপ্তরের পিড়াকাটা রেঞ্জ আধিকারিক শুভজিৎ দাস বলেন, “দলছুট হাতির হানায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি নিয়মানুসারে সমস্ত রকম সাহায্য করা হবে। হাতিটিকে অন্যত্র সরানোর চেষ্টাও করা হচ্ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
Biplabi Sabyasachi Largest Bengali Newspape