Home » Election Result : আদি-নব্য লড়াইয়ে কি ‘জুনে’ পরাজিত বিজেপি!

Election Result : আদি-নব্য লড়াইয়ে কি ‘জুনে’ পরাজিত বিজেপি!

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজেপির জেতা আসন এবার ছিনিয়ে নিল তৃণমূল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জোড় টক্কর ছিল গেরুয়া ও ঘাসফুলের। তবে অনেকটাই সুবিধা করে দিয়েছিল ঘাসফুল শিবিরকে দিলীপ ঘোষের অনুপস্থিতি। যা দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, “তৃণমূলের লোকজন নাকি খুব আনন্দিত দিলীপ ঘোষ নেই বলে।” আর তাই যেন সত্যি হলো! দিলীপ ঘোষের গড় অর্থাৎ জয়ী আসন এবার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। জয়ের পরই উল্লাসে মেতেছেন তৃণমূল কর্মীরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

২০১৯ সালে প্রায় ৯০ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস রঞ্জন ভুঁইয়াকে হারিয়ে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। এই মেদিনীপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে সরিয়ে প্রার্থী করা হয়েছিল অগ্নিমিত্রা পালকে। শুভেন্দু-সুকান্তর লবি দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছিল বলে গুঞ্জন শোনা গিয়েছিল। যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছিল দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে। আদি নব্য বিজেপি মধ্যে কার্যত একটা ফাটল দেখা গিয়েছিল। যা বুঝতে পেরে শুভেন্দু অধিকারী থেকে খোদ নরেন্দ্র মোদির মুখেও শোনা গিয়েছিল দিলীপ ঘোষের নাম। অনেকেই মনে করছেন বিজেপির আদি-নব্য গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে ভোট বাক্সে।

Election Result

আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে প্রায় ৯০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকে এবারে ২৭ হাজারের বেশি ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। জুন মালিয়া পেয়েছেন ৭০২১৯২ টি, বিজেপির অগ্নিমিত্রা পাল পেয়েছেন ৬৭৫০০১টি ভোট। তবে গণনার প্রথমদিকে পিছিয়ে ছিলেন জুন। দুপুরে ৪৬ হাজার ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। শেষের দিকে তা কমে যায়। রাজ্যজুড়ে তৃণমূলের ভালো ফলে উজ্জীবিত জেলা নেতারাও। তৃণমূলের জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। কর্মীদের জানানো হয়েছে আনন্দ উল্লাস করুন, তবে কারও অসুবিধা না করে।”

তবে লড়াই যে কঠিন ছিল তা মানছেন জুন মালিয়া, তিনি বলেন, “লড়াইটা সহজ ছিল না। তবে মানুষের যা ভালোবাসা পেয়েছি, জানতাম ফল ভালোই হবে।” তবে ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “মানুষ তার রায় দিয়েছেন। তৃণমূলের জয়ী প্রার্থীকে বলব বিজেপির কার্যকর্তাদের উপর হামলা বা মারধরের ঘটনা যেন না হয় তা দেখার জন্য। আমি কর্মীদের পাশে আছি এবং থাকব।” তবে খড়্গপুর গ্রামীণ এবং নারায়ণগড় তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিয়েছে। খড়্গপুর সদরে যে ব্যবধানে গতবার দিলীপ ঘোষ এগিয়েছিলেন, এবারে অনেকটাই কম হয়েছে। যে কারণেই হার বলে মনে করছেন অগ্নিমিত্রা।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Election Result

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.