Home » করোনাকালে ছাত্র স্বার্থে পদক্ষেপ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, ষষ্ঠ সেমেস্টারের ফি সম্পূর্ন মুকুব

করোনাকালে ছাত্র স্বার্থে পদক্ষেপ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, ষষ্ঠ সেমেস্টারের ফি সম্পূর্ন মুকুব

by Biplabi Sabyasachi
0 comments

Semester fees

আরও পড়ুন ঃচলতি শিক্ষাবর্ষ থেকেই ঝাড়গ্র‍াম মেডিক্যাল কলেজে শুরু হচ্ছে পঠন-পাঠন

পত্রিকা প্রতিনিধি: অখণ্ড মেদিনীপুর (Medinipur) জেলা তথা ভারতের গর্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Pandit Iswar Chandra) নামাঙ্কিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) ।সদ্য প্রাক্তন উপাচার্য (Ex- Vice-Chancellor)অধ্যাপক রঞ্জন চক্রবর্ত্তী (Ranjan Chakraborty) তাঁর কার্যকালে বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়নে ব্রতী হয়েছিলেন। যার ফলস্বরুপ বিশ্ববিদ্যালয়টি দেশ ও দেশের বাইরেও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। চলতি মাসের পাঁচ তারিখে উপাচার্যের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক শিবাজি প্রতীম বসু (Sibaji Pratim Basu) অধ্যাপক বসু ইতিমধ্যে ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করতে শুরু করেছেন করোনার (Corona) ভয়াল আক্রমণ ও যশ (Yass Cyclone) ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ এলাকা ও তার মানুষজন বিপর্যস্ত।

ফাইল চিত্র

এই পরিস্থিতিতে অবিভক্ত মেদিনীপুর জেলার নানা জায়গায় কলেজের হাজার হাজার ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বারের মতোই ষষ্ঠ সেমেস্টারের (6th Semester) পরীক্ষায় ফি তো মুকুব করেছেনই, তার সঙ্গে প্রসেসিং ফি ৩৫০ টাকাও মুকুব করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে । এছাড়াও দ্বিতীয় (2 nd) ও চতুর্থ (4th Semester) সেমিস্টারের পরীক্ষার্থীদের ও প্রসেসিং ফি (Processing Fee) প্রায় ৬০ টাকা মকুব করেছেন । এমনকি বিভিন্ন জটিলতা কেঅতিক্রম করে সমস্ত পরীক্ষার্থীরা যাতে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় বসতে পারেন সেদিকেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সহৃদয়তার সঙ্গে কাজ করে চলেছে । ছাত্রছাত্রীদের বছর যাতে নষ্ট না হয় সেদিকেও বিশ্ববিদ্যালয় নজর রেখে কাজ করেছে বলে জানানো হয়েছে ।

রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ঘোষণামতো আগামী ৩১ আগস্টের মধ্যে পরীক্ষা পদ্ধতি সমাপ্ত করে ফল প্রকাশ করার কথা। এই নির্দেশকে মান্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দফতর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে দিনরাত কাজ করছে বলে উপাচার্য শিবাজীপ্রতীম বসু জানান। তিনি আরও বলেন , ” এই বিশ্ববিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাবিস্তারের আদর্শকে সামনে রেখে চিরকাল ছাত্রকল্যাণে নিজেকে অব্যাহত রেখেছে, ভবিষ্যতেও রাখবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার ঘটানোই আমাদের অগ্রাধিকার ।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Semester fees

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.