Home » ED CBI Investigation : “বিজেপির হয়ে কাজ করছে ইডি-সিবিআই”, দাঁতনে প্রতিবাদ মিছিল

ED CBI Investigation : “বিজেপির হয়ে কাজ করছে ইডি-সিবিআই”, দাঁতনে প্রতিবাদ মিছিল

by Biplabi Sabyasachi
0 comments

ED CBI Investigation : ইডি ও সিবিআই পক্ষপাতিত্ব করছে। বিজেপির হয়ে কাজ করছে। এমনই অভিযোগ তুলে দাঁতনে মিছিল করল তৃণমূল। শনিবার দাঁতন  ১ ব্লক তৃণমূলের পক্ষ থেকে মিছিল হাসপাতাল মোড় থেকে শুরু হয়। মিছিল শেষে সরাই বাজারে অবস্থান কর্মসূচিতে বসে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ইডি ও সিবিআই পক্ষপাতিত্ব করছে। বিজেপির হয়ে কাজ করছে। এমনই অভিযোগ তুলে দাঁতনে মিছিল করল তৃণমূল। শনিবার দাঁতন  ১ ব্লক তৃণমূলের পক্ষ থেকে মিছিল হাসপাতাল মোড় থেকে শুরু হয়। মিছিল শেষে সরাই বাজারে অবস্থান কর্মসূচিতে বসে।

আরও পড়ুন : মেদিনীপুর সংশোধনাগারে পতাকা তুলতে দেওয়া হলো না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে

ED CBI Investigation
নিজস্ব চিত্র

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ম‍াথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, লুট গয়না-টাকা

অভিযোগ, অহেতুক দলের নেতা, মন্ত্রীদের গ্রেফতার করছে ইডি, সিবিআই। সবটাই বিজেপির চক্রান্ত। রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে ইডি, সিবিআই দিয়ে দলকে ভয় দেখাচ্ছে। এদিন শুধু ইডি, সিবিআই বিরুদ্ধে সরব হয়নি তৃণমূল। একই সঙ্গে রাজ্যকে কেন্দ্র সরকারের বঞ্চনা ও কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্য-সহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি, কেন্দ্রের একাধিক নীতির প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন : ঘাটালে ঝুমি নদীর জল বেড়ে ভাঙল ৭ টি বাঁশের সাঁকো, সমস্যায় এলাকাবাসী

উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব প্রদ্যোৎ ঘোষ, জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি, সভাপতি সুজয় হাজরা, বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্যকান্ত অট্ট-সহ অনেকেই। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এদিন অজিত বলেন, “পঞ্চাশ কোটি টাকা নিয়ে খুব হইচই করছেন।

ED CBI Investigation

আরও পড়ুন : Vidyasagar University-র নব কলেবরের বিবেকানন্দ সভাগৃহ উদ্বোধন করলেন উপাচার্য

কিন্তু সারা বাংলায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার ওপরে আমরা কাজ করেছি। খাটিয়ে আমাদের পয়সা দেয়নি। কেন্দ্র সরকার একশোদিনের কাজে পাঁচ হাজার কোটি টাকা ঝেপে দিয়েছে। সেটা নিয়ে কেউ কেন আলোচনা করছেন না। সেটা বলতেই অবস্থান কর্মসূচি করছি।” অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর ঢাক বাজিয়ে মিছিল করতে দেখা গেল সিপিএমকে।

আরও পড়ুন : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শহিদ ক্ষুদিরাম বসুর আত্মীয়

নারায়ণগড়ে সিপিএমের মকরামপুর এরিয়া কমিটির উদ্যোগে বাড়গোপাল ভদ্রকালী এলাকায় ঢাক বাজিয়ে মিছিল করা হয়। শ্লোগান দেন ‘চোর ধরো, জেলে ভরো’। শুক্রবার সন্ধ্যায় মিছিল শেষে ভদ্রকালী বাজারে পথসভার আয়োজন ছিল। সেখানেই বাজারে উপস্থিত মানুষ ও দোকানদারদের নকুলদানা বিলি করা হয়েছে।

আরও পড়ুন : স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের আপার প্রাইমারি স্তরে অবনমনের প্রতিবাদ, ডি আই কে ডেপুটেশন

আরও পড়ুন : “সিবিআই-ইডি চাকরি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো,” মেদিনীপুর শহরে বিক্ষোভ তৃণমূলের ছাত্র-যুবদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

ED CBI Investigation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.