পত্রিকা প্রতিনিধি :ফের পূর্ব মেদিনীপুরে পরিযায়ী শ্রমিকদের হাত ধরে করোনা প্রবেশ করল ।পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে মুম্বাই ও দিল্লি ফেরত ২ পরিযায়ী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন ।দু’জনকেই মেছোগ্রাম এর বড়মা সিরোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল ।জানা গিয়েছে গত ১৪ মে মুম্বাই থেকে তমলুক এর উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়িতে বছর ২৮ এর করোনা আক্রান্ত ওই যুবক ।আসানসোলে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ।শুক্রবার ওই যুবকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে ।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় আসানসোলে যুবকের লালারসের নমুনা সংগ্রহ করা হলে শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।এছাড়া পটাশপুর ২নং ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পরিহারপুর এলাকায় ৫২ বছরেরএক ব্যক্তি দিল্লি থেকে তিনদিন আগেই বাড়ি ফিরেছিলেন ।তারও আসানসোলে নমুনা সংগ্রহ করা হয় ।শনিবার সকালে ওই ব্যক্তিরও কোভিড রিপোর্ট পজিটিভ আসে ।দুই আক্রান্তের পরিবারের লোকজনদের চন্ডীপুর করোনা হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।এ নিয়ে ফের রেড জোন পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ।
0