Home » পুজোর আগে শেষ রবিবারে মেদিনীপুর শহরে কেনাকাটার ভিড় বাজারে

পুজোর আগে শেষ রবিবারে মেদিনীপুর শহরে কেনাকাটার ভিড় বাজারে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পুজোর আগে শেষ রবিবার বাজারগুলিতে পুজোর কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে ।করোনা আবহে পুজো নিয়ে এ বছর একটু কম উত্সাহ দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে । যার জন্য বাজারের পুজোর কেনাকাটা তেমন জমেনি বা অন্যান্য বারের মতো বিক্রিবাটা হয়নি বলে বক্তব্য বিক্রেতাদের তবে পুজোর আগে শেষ রবিবার বাজারগুলিতে ক্রেতাদের ভিড় অনেকটাই হাসি ফুটিয়েছে বিক্রেতাদের মধ্যে ।শহরের বড় বাজার ছোট বাজার স্কুলবাজার বিভিন্ন শপিং মল এবং ফুটপাথের জামা কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে ।Medinipur Shopping, Medinipur Shopping, Medinipur Shopping, Durgapuja Shopping, Medinipur Durgapuja, barabazar Medinipur

আরো পড়ুন-  খড়্গপুর গ্রামীণের লছমাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

Durgapuja Shopping, Medinipur Market, Barabazar Market
পুজোর আগে শেষ রবিবারে মেদিনীপুর শহরে কেনাকাটার ভিড় বাজারে


করোনা আবহে পুজোর সময় দর্শনার্থীদের মণ্ডপে আনাগোনা নিয়ে সরকার একগুচ্ছ বিধি নিষেধ আরোপ করে দিয়েছে। মণ্ডপে যাতে ভিড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে ।তা ছাড়া করোনা নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক ও উদ্বেগ ক্রমশ বাড়ছে যদিও কাপড় দোকানগুলিতে ভিড় দেখা গেল। বিক্রেতাদের কেউ কেউ বলেন রবিবার ভালই বিক্রি হয়েছে পুজোর আগে বাকিদিনগুলিও এমন ভিড় হোক এটাই চাই ।অপর দিকে দিনের সাথে তাল মিলিয়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শহরের বাজারগুলিতে দেখা মিলছে না সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব। কেউ কেউ মাস্ক না পরেই দেদার ঘুরে বেড়াচ্ছেন। শহরের বিভিন্ন প্রান্তে মাস্ক পরতে পুলিশের তরফে মাইকিংয়ের ব্যবস্থাও কর‍া হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.