Home » Durga Puja 2024 : চতুর্থী থেকেই মেদিনীপুর শহরে যানজট নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশিকা

Durga Puja 2024 : চতুর্থী থেকেই মেদিনীপুর শহরে যানজট নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশিকা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিগত বছরগুলির মতো এবছরও পুজোতে যানজটে নিয়ন্ত্রণ আনলো পুলিশ। দুর্গা পুজোর কটা দিন রাস্তাঘাটে বিশেষ করে জনবহুল এলাকায় যানজটে সাধারণ মানুষ যাতে দুর্ভোগে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল জেলা পুলিশ। নিয়ন্ত্রণ আনা হয়েছে যানবাহন চলাচলের ক্ষেত্রে। সেইসবের একটি ‘দুর্গাপূজা গাইড ম্যাপ’-এর উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। শুক্রবার বিকেলে তার উদ্বোধন করেন। পাশাপাশি খড়্গপুর শহরেও একটি গাইড ম্যাপের উদ্বোধন করেন তিনি।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

Durga Puja 2024
নিজস্ব চিত্র

৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিকেল ৩টা থেকে ভোর ৩টা পর্যন্ত মেদিনীপুর শহরে চলাচল করতে পারবে না ব্যক্তিগত চারচাকা, টোটো, অটো, বাস, লরি। পুলিশের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জানানো হয়েছে। অন্যদিকে গ্রীন করিডরের ব্যবস্থা রাখা হয়েছে। মুমূর্ষ রোগীদের জন্য গ্রীন করিডরের মাধ্যমে নিয়ে যাওয়া যেতে পারে। তবে এই পরিষেবা পেতে ১১২ নম্বর কিংবা পুলিশের হেল্প লাইন নম্বরে ফোন করে জানাতে হবে। অথবা পুলিশ আধিকারিকদের সঙ্গে আগে কথা বলা যেতে পারে। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করতে হবে সকল বাইক চালককদের।

Durga Puja 2024

আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

হেলমেট ছাড়া, বেপরোয়া গতি, বাইকে তিনজন অথবা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। সাইলেন্সারের পাইপ খুলে বিকট শব্দ করে কেউ যাতায়াত করলে সে ক্ষেত্রেও পুলিশ আইনত ব্যবস্থা নেবে। শুধু গাড়ি চলাচল নয়, শব্দবাজির ক্ষেত্রেও আইনত ব্যবস্থা নেবে পুলিশ। সবুজ বাজি বা পরিবেশবান্ধব বাজি পোড়ানোতে কোন বাধা নিষেধ নেই। পুলিশ সুপার বলেন, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এতে সকলে যাতে নির্বিঘ্নে আনন্দ উৎসব করতে পারেন সেজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। প্রতিটি মন্ডপে, রাস্তায়, ট্রাফিক মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও বেশ কয়েকটি গাড়িতে করে পুলিশের টিম বিভিন্ন এলাকায় টহলে থাকবে।”

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Durga Puja 2024

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.