Drinking water crisis in Ghatal town, posters of CPM everywhere demanding solution
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে এলাকাবাসীকে স্বচ্ছ পানীয় জল দেওয়ার দাবি তুলে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে ছয়লাপ করলো সিপিআইএম।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের দেখা দিয়েছে চরম সমস্যা।
কল আছে আর সেই কলে পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার জন্যই চরম পানীয় জলের সমস্যায় ভুগছে ওয়ার্ডের বাসিন্দারা।ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের অভিযোগ বারেবারে পৌরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের সুব্যবস্থা করেনি তৃণমূল পরিচালিত পৌরসভা। পৌরবাসীকে পানীয় জল দিতে ব্যার্থ পৌরসভা, অভিযোগ তুলে পৌরবাসীর সমর্থন জোগাড় করতে ময়দানে সিপিএম নেতা কর্মীরা। ইতিমধ্যে ১৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাতে পানীয় জলের দাবীতে পোষ্টারিং করল সিপিআইএম।
যদিও পানীয় জলের সমস্যা রয়েছে তা স্বীকার করেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। এমনকি জল নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে সিপিএমকে তিনি কটাক্ষ করেন। এদিন তিনি বলেন নতুন পাম্প দ্রুত চালু হবে জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। এদিকে এলাকার মানুষজনের অভিযোগ বারেবারে পৌরসভা থেকে তাদের পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি। এখন দেখার কবে পৌরবাসী পর্যাপ্ত পরিমাণে সঠিক পানীয় জল পায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Drinking Water Crisis
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore