পত্রিকা প্রতিনিধি : আধুনিক বাংলার রূপকার তথা বিশিষ্ট চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের 138 তম জন্ম ও 58 তম প্রয়াণ দিবস উপলক্ষে করোনা পরিস্থিতিতে যারা সামনের সারিতে দাঁড়িয়ে থেকে মহামারী সাথে যুদ্ধ করছেন তাদের সম্মানার্থে আজ খড়্গপুরের সাবডিভিশন হসপিটালের (চান মারি হসপিটাল) ডাক্তারদের সম্মান জানানো হলো এবং তার সাথে সাথে এই করোনা মহামারী হাত থেকে ডাক্তারদের সুরক্ষিত রাখতে 20 টি পি পি ই (PPE) কিট ও মাক্স হসপিটালের সুপার কৃষ্ণেন্দু মুখার্জির হাতে তুলে দেওয়া হল খড়্গপুর শহর যুব কংগ্রেস ও পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদের তরফ থেকে । শুধু খড়্গপুর মহকুমা হাসপাতালে নয় খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত হিজলী হাসপাতাল সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনাল হাসপাতালে চিকিৎসকদের হাতে পি পি ই কিট মাস্ক প্রদান করল । কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবাশীষ ঘোষ জানান করেনার মহামারীতে যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের জন্য যারা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন সেই চিকিৎসক দের ডক্টরস ডে তে তাদেরকে অল্প একটু সম্মানিত করে নিজেদের আনন্দ পাচ্ছি ।
দেবাশিস ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা । ছাত্র পরিষদের জেলা সভাপতি উজ্জ্বল মুখার্জি , বি.কলাবতী ,অলকেশ মহাপাত্র সহ কংগ্রেস কর্মী সমর্থকরা ।