Home » জেলায় সিংহভাগ বেসরকারি বাস না চলায় বিভিন্ন রুটে চরম যাত্রী দুর্ভোগ

জেলায় সিংহভাগ বেসরকারি বাস না চলায় বিভিন্ন রুটে চরম যাত্রী দুর্ভোগ

by Biplabi Sabyasachi
0 comments

Bus news

আরও পড়ুন ঃপ্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি উপহার দিলেন ঝাড়গ্রামের যুবক

পত্রিকা প্রতিনিধি: বিধি নিষেধ মেনে যাত্রীবাহী বাস চলাচল করার ক্ষেত্রে সরকারি ছাড়পত্র মিললেও সিংহভাগ বেসরকারী বাস রাস্তায় চলছে না। সরকারি বাস চললেও বিভিন্ন রুটে বাসের সংখ্যা অত্যন্ত কম। স্বাভাবিকভাবে যাত্রী দুর্ভোগ বাড়ছে। দু-একটি বেসরকারি বাস রাস্তায় চললেও তাতেও সরকারি বিধি মানা হচ্ছে না। দু-একটি বাসেও ঠাসাঠাসি করে যাত্রীরা বাসে উঠছেন।

নিজস্ব চিত্র

১ জুলাই থেকে রাস্তায় বাস নামার কথা থাকলেও পর্যাপ্ত বাস রাস্তায় নামছেনা। আগামী একসপ্তাহ সব বেসরকারি বাস রাস্তায় নামবে না বলে জানিয়েছেন জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি। বাস মালিকরা রাস্তায় নামবেন কিনা সেই সিদ্ধান্তে আসার জন্য তাঁরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বাস মালিকদের বক্তব্য, গত দেড় বছর ধরে করোনা পরিস্থিতিতে সব দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহণ ব্যবস্থা। তাঁদের রোজগার এক্কেবারে তলানিতে ঠেকেছে। বাসমালিকদের বক্তব্য পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে । তাতে বাস ভাড়া বৃদ্ধি ছাড়া কোনো উপায় নেই । শুধু বাস ভাড়াই নয় বাস চালানোর জন্য বাড়তি সরকারি কিছু প্যাকেজ ঘোষণা করতে হবে সরকারকে । এই পরিস্থিতিতে এক একদিন বাস রাস্তায় নামালে রোজগার তো দূরের কথা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে । এমনিতেই দীর্ঘদিন ধরে তাঁদের রোজগার বন্ধ । তার ওপর এই সময়ে আর্থিক ক্ষতি করে রাস্তায় বাস নামানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাস মালিকরা ।

Advertisement

বাসমালিকদের সংগঠনের রাজ্যস্তরের নেতা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে বাস ভাড়া বৃদ্ধিসহ তাদের দাবিদাওয়া পেশ করেছেন । আগামী এক সপ্তাহ ধরে তাঁরা সরকারি নির্দেশিকার দিকে নজর রাখবেন এক সপ্তাহ পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

কলকাতা বা অন্যান্য বড় শহরে সরকারি বাস চলাচল করছে । মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাস বেরোতে দেখা যায়নি । তবে যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন রুটে গুটিকয়েক বেসরকারি বাস চলাচল করছে । তবে যে কয়েকটি বাস চলাচল করছে তাতে দূরত্ব বিধি শিকেয় উঠেছে। ঠাসাঠাসি করে যাত্রীরা বাসে উঠছেন এবং বাসে ভিড় করে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা । তবে সব রুটে পর্যাপ্ত বাস না থাকায় যাত্রী দুর্ভোগ লেগেই রয়েছে । লালগড়, ঝাড়গ্রাম, বেলদা, দিঘা প্রভৃতি রুটে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যাত্রীদের।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bus news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.