Home » রাজ্য জুড়ে করোনার বিধি নিষেধের মেয়াদ বাড়ল আরও ১৫ দিন, জারি সরকারি নির্দেশিকা

রাজ্য জুড়ে করোনার বিধি নিষেধের মেয়াদ বাড়ল আরও ১৫ দিন, জারি সরকারি নির্দেশিকা

by Biplabi Sabyasachi
0 comments

Covid Restrictions

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরে টিকা নিয়ে হয়রানি বন্ধ ও টিকাকরণ কেন্দ বৃদ্ধির দাবি জনস্বাস্থ্য রক্ষা কমিটির

পত্রিকা প্রতিনিধি: করোনার (Corona) জন্য বিধিনিষেধের মেয়াদ ফের বাড়াল রাজ্য সরকার । আরও ১৫ দিন বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে । তবে আগের মতোই বিধিনিষেধ বলবৎ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে ।

ফাইল চিত্র

দোকানপাট, বাজার, শপিংমল, ছোট দোকান, খোলার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকবে না । রাত ৯ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে বার ও রেস্টুরেনট আগের মতোই রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে । শপিং মলগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবেন। বাকিদের বাইরে দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে । সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত সুইমিং পুল, জিম খোলা যাবে। জাতীয় স্তরে অনুশীলনও ওই একই সময়ে অর্থাৎ সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত করা যাবে। আগের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধই থাকবে। তবে অফিসের কাজ করার জন্য স্টাফরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেন। সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু করা হবে। ব্যাংক আগে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকত। এবার সেই সময় এক ঘন্টা বাড়িয়ে ১০ দশ টা থেকে দুপুর ৩ টা করা হয়েছে। আগের মতোই সিনেমা হলগুলি বন্ধ থাকছে। ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। তবে স্টাফ লোকাল চলবে। আবার আগের মতোই পারিবারিক অর্থাৎ বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি, জন্মদিন ও অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠান সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে করা যাবে । সমস্ত রকমের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান আগের মতোই বন্ধই থাকবে ।আগের মতোই রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকবে। করোনা সংক্রমণের হার অনেকটা কমেছে রাজ্যজুড়ে। মৃত্যুর হারও অনেকটাই কম তবে রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুরের করোনা সংক্রমণের হার তুলনামূলকভাবে অন্য জেলার থেকে একটু বেশি ।

Advertisement

মেদিনীপুর (Medinipur) ও খড়্গপুরের (Kharagpur) কিছু কিছু ওয়ার্ল্ড মাইক্রো কনটেইনমেন্ট (Micro Containment Zone) জোনের আওতায় ১,২, ৪, ১৯ নম্বর ওয়ার্ডে গণ্ডিবদ্ধ বিধিনিষেধের মেয়াদ শেষ হয়েছে গতকাল। তবে ৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে এই বিধি বলবৎ থাকবে ১৬ তারিখ পর্যন্ত। সেই সব ওয়ার্ডে সরকারি নির্দেশিকা যে পুরোপুরি মানা হচ্ছে তেমনটা নয়। নির্দিষ্ট ওই সব ওয়ার্ডে বিধিনিষেধ উড়িয়ে লুকিয়ে দোকান খোলা, আড্ডা, ক্লাবে জমায়াতের চিত্র দেখা গিয়েছে । যদিও বিধিনিষেধ কার্যকর করতে পুলিশি তৎপরতা অব্যাহত । নাইট কার্ফু বলবৎ করার জন্য নিয়মিত পুলিশ টহল দিচ্ছে । গোটা শহর জুড়েই ধরপাকড়ও করছে । করোনা নিয়ন্ত্রণে প্রশাসন ও স্বাস্থ্য দফতর বারংবার সচেতন করলেও অনেকেই সেই নির্দেশিকা মানছেন না। মাস্ক পরলেও তা যথাযথভাবে ব্যবহার করছেন না। তথাপি নিয়মিত সচেতন করেই যাচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid Restrictions

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.