Home » বিধানসভায় গেলে মুখ্যমন্ত্রী ‘ভয়ে’ পালিয়ে যান , কাঁথির সভা থেকে কটাক্ষ শুভেন্দুর

বিধানসভায় গেলে মুখ্যমন্ত্রী ‘ভয়ে’ পালিয়ে যান , কাঁথির সভা থেকে কটাক্ষ শুভেন্দুর

by Biplabi Sabyasachi
0 comments

Suvendu Adhikari

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দলীয় সভা থেকে ফের রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা শুভেন্দুর। বিধানসভায় গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভয়ে’ পালিয়ে যান শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির এক সভা থেকে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী । তিনি বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার ও পরে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হওয়াকেও কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, আমাদের রাজ্যে কম্পার্টমন্টাল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ২ বার লড়তে হয়েছে। কিচ্ছু করতে পারবে না।

আরও পড়ুন:- বড়দিনের আনন্দে মাতল পশ্চিম মেদিনীপুর জেলাবাসী, উপচে পড়া ভিড় বিভিন্ন পিকনিক স্পটগুলিতে

Suvendu Adhikari
নিজস্ব চিত্র : পুরসভার ভোটের আগে কাঁথির দলীয় সভায় বক্তৃতা দিচ্ছেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে স্কুল বাসের সঙ্গে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১

অনেক কিছুই করছে, আপনারা উপেক্ষা করে চলুন। মারপিট গন্ডগোলে একদম যাবেন না। কী করতে হয় আমি জানি। বিধানসভা অধিবেশনে সেদিন উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছিলেন না বিরোধী দলনেতা সহ বিজেপির কোনও বিধায়ক। যা নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ ছিল ‘শুভ অহঙ্কার’। তবে তার পরে আবার যেদিন বিদানসভায় মমতা ছিলেন না, শুভেন্দু বক্তব্য রাখতে গিয়ে শাসক শিবিরকে জানিয়েছিলেন ‘শুভ নির্মমতা’। শাসক শিবিরের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনেই এমন মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা। তার পর একাধিকবার নানা ইস্যুতে বিধানসভা থেকে ওয়াক আউট করেছেন শুভেন্দু ও তাঁর দলের বিধায়করা। তবে শনিবার কাঁথির সভা থেকে এক ভিন্ন দাবি করলেন শুভেন্দু।

Suvendu Adhikari

আরও পড়ুন:- কাঁথিতে শুভেন্দুর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , শুরু রাজনৈতিক তরজা

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের

তিনি আরও বলেন, “এরাজ্যের যে পুলিশ আমার দিকে নন্দীগ্রামে বন্দুক তাক করত, পরে স্যালুট দিত। এখন আপনাদের লাগিয়ে দিয়েছে। আমি জন্মঠিকুচি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জানি। আমি সব জানি। এটা মনে রাখবেন অটলজি না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় হত না।”পাশাপাশি তিনি আরও বলেন, “বিরোধী দলনেতার কাজ অনেক বড়… গোটা রাজ্যের। দেখছেন না আমি বিধানসভায় ঢুকলে মুখ্যমন্ত্রী পালায়। আর আমি একবার জিতেই বিরোধী দলনেতা। আর এই মুখ্যমন্ত্রী হচ্ছে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দু’ বার ভোটে লড়তে হয়েছে।” তৃণমূল সুপ্রিমোকে বিরোধী নেতার আরও কটাক্ষ, “প্রথমবার ফেল, দ্বিতীয়বার জেতার জন্য একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে! শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:- দীঘায় এসে কাঁকাড়া খেয়ে মৃত্যু হল তরুণীর , চাঞ্চল্য এলাকায়

তার পর ছাপ্পা মেরে ভোটে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। কিচ্ছু করতে পারবে না।” তৃণমূলের ত্রিপুরা এবং গোয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ত্রিপুরায় গিয়েছিল মুখে ঝামা ঘষে এসেছে। আর গোয়াতে যাদের যোগদান করিয়েছিল তারা দল ছাড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে সাম্প্রদায়িক। তারা বলছে হিন্দু খ্রিস্টানরা একসঙ্গে আছি, আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। আমি মানুষকে অনুরোধ করব, সঙ্ঘবদ্ধ হন মনে মনে। আপনারা ভয় পাচ্ছেন নিজের গণতান্ত্রিক অধিকার ঠিক থাকবে কিনা। কিন্তু সেই দায়িত্বটা শুভেন্দু অধিকারীর।”

আরও পড়ুন:- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মেদিনীপুরে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনে তোড়জোড়


“আমি ভয় পাওয়ার লোক নই। অনেক মাতব্বরকে দেখেছি, এরা পিপিলিকা। কিচ্ছু করতে পারবে না। প্রথমে কেস দিয়ে চেষ্টা করেছিল। আমার নামে অসংখ্য মামলা করেছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চে কান মুড়েছে। তারপর ডিভিশন বেঞ্চে গিয়েছেন মাননীয়া৷ সেখানে কষে থাপ্পড় খেয়েছেন। তারপর গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলছে শুভেন্দু অধিকারীর মামলায় ঢুকব না। এখান থেকে তুমি চলে যাও ।”

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অনুপস্থিত 20 শতাংশ ছাত্র-ছাত্রী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Suvendu Adhikari

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.