Visit
আরও পড়ুন ঃ– অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ, উত্তেজনা খড়্গপুর মহকুমা হাসপাতালে
পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল(Tmc) ফের জয়লাভের পর প্রথম জঙ্গলমহলের মাটিতে পা রাখছেন মুখ্যমন্ত্রী(Chief Minister)মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার ঝাড়গ্রামে(Jhargram) বিশ্ব আদিবাসী দিবস(
World Indigenous Day) উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী(Chief Minister)। আর তার ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে। আর প্রস্তুতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম(Jhargram)স্টেডিয়ামে উপস্থিত হলেন ঝাড়গ্রামের(Jhargram) প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন(Dr.Uma Saren) এবং গোপীবল্লভপুর(Gopiballabpur) বিধানসভার ডাক্তার বিধায়ক(MLA) ডাঃ খগেন্দ্র নাথ মাহাত(Dr.Khagendranath Mahata)।
আরও পড়ুন ঃ– পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া আরও এক আসামী গ্রেফতার হলদিয়ায়
visit
আরও পড়ুন ঃ– দলবিরোধী কাজের অভিযোগ, এগরায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
উল্লেখ্য, বিশ্ব আদিবাসী দিবস(World Indigenous Day)উদযাপন অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সোমবার রাজ কলেজ এর হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রী(Chief Minister) হেলিকপ্টারে ঝাড়গ্রাম(Jhargram) আসবেন। তিনি বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের উদ্বোধন করে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানাবেন। এরপর রাত্রি যাপন করবেন টুরিস্ট কমপ্লেক্সে। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক আমন্ত্রিত দের নিয়ে অনুষ্ঠান করা হবে। তারপর মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী(Chief Minister) ঘাটালের(Ghatal)বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। তাই মুখ্যমন্ত্রীর(Chief Minister) ঝাড়গ্রাম(Jhargram) সফরকে সফল করে তোলার জন্য ঝাড়গ্রাম(Jhargram) জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে জোর কদমে।।
Visit
আরও পড়ুন ঃ– এগরায় বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় মাননীয়ার পুলিশ কোন তদন্ত শুরু করেনি, তোপ শুভেন্দুর
ইতিমধ্যে ঝাড়গ্রাম(Jhargram) শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ঝাড়গ্রাম(Jhargram) শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া ইতিমধ্যে পুলিশের(Police) পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর কাজ চলছে ।এদিন প্রাক্তন সাংসদ ডঃ উমা সরেন(Dr.Uma Saren) বলেন,আগামীকাল জঙ্গলমহলের মা, দেশের মা আমাদের জঙ্গলমহলে পুনরায় আসছেন। সমস্ত জঙ্গলমহল বাসীর কাছে আমার অনুরোধ সকলে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালুন ও শঙ্খধ্বনী দিন, আর বলুন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সু-স্বাগতম
আরও পড়ুন ঃ– স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থান মেদিনীপুর কলেজ চত্বরের রাস্তার একপাশ থেকে সরানো হল হকারদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Visit
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore