Home » মেদিনীপুর শহর ও শহরতলির ৩১ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ৫৪, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৬৬

মেদিনীপুর শহর ও শহরতলির ৩১ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ৫৪, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৬৬

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের ৩ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী (আর.টি.পি.সি.আর.-১০৮জন, অ্যন্টিজেন-৫৪ জন ও ট্রুনেট- ৪ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৬ জন।আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট ৩১ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। Corona, corona, Medinipur corona news, coronavirus in midnapore, Biplabi sabyasachi news, Medinipur news, latest Bengali news

আরও পড়ুন- ২১ দিন ব্যাপী ধর্মঘট অব্যাহত, এবার আটকানো হল খড়্গপুর আই আই টি-র বাস

ফাইল চিত্র

মেদিনীপুর শহরতলির চাঁদড়ার ভালকি এলাকায় একই পরিবারের ২ জন (মহিল‍া-৪০, মহিল‍া-৩৯) ,গুড়গুড়িপাল এলাকায় ১জন (পুরুষ-৪২) করোনায় আক্রান্ত হয়েছেন।কোতোয়ালীর খাসজঙ্গলে একই পরিবারের ৩ জন (২ মহিলা, ১ যুবক), জজকোর্ট সংলগ্ন অরবিন্দনগরে (মহিলা-৪৬),রাজাবাজার (প্রৌঢ়-৫৭), পালবাড়ি (প্রৌঢ়-৫৬ ,মহিলা-৪৪), নজরগঞ্জ (প্রৌঢ়-৫৮), মাইকেল মধুসুদন নগর (মহিলা-৪৫), ধর্মা(পুরুষ-৪৫), শরৎপল্লী (বৃদ্ধ-৬৮), কুইকোটা (কিশোর -৬),গেটবাজার(বৃদ্ধা-৬৫), রাঙামাটি( ২ জন) ,মৃণালপল্লী (২জন), তাঁতিগেড়িয়া (পুরুষ-৪৫), নান্নুরচক (একই পরিবারের ২জন) সহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একাধিক প্রথম শ্রেণির করোনা যোদ্ধাদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়।

খড়গপুর শহর ও শহর ঘেঁষা এলাকাতেও ২৩ জন কোভিড আক্রান্তের হদিশ মেলে গত ৩ অক্টোবরের স্বাস্থ্য দফতরের রিপোর্টে।এর মধ্যে খড়্গপুর আই আই টি ক্যাম্পাসের মধ্যে ২ জনের শরীরে (যুবক-১৭, যুবতী-১৯) করোনার সংক্রমণ ঘটে বলে জানা য‍ায়। খড়্গপুর লোকালের শঙ্করাচকে একই পরিবারের ২ জন,সালুয়া সংলগ্ন গোপালী এলাকায় একই পরিবারের ২ জন ,মথুারকাটির ১ জন (পুরুষ-৪১), গোলবাজার,সালুয়ার ইএফআর ব্যাটেলিয়নের ৭ জন, শালিকা (কলাইকুন্ডা), শ্যামেশ্বরপুর সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।
ডেবরার কাঞ্চনপুর, পিংলার গোবর্ধনপুর (একই পরিবারের ৩ জন), চকনরসিংহ,জামালচক, বাঁশদা, জোতনারায়ন এলাকায় কোভিড আক্রান্তের হদিশ মেলে।বেলদায় ৫ জন কোভিড আক্রান্তের হদিশ মেলে। বেলদার ব্রাহ্মনখালিসা, দামোদরপুর ,শ্যামসুন্দরপুরে একই পরিবারের ৩ জন সহ মোট ৫ আক্রান্তের হদিশ মেলে। ঘাটালের জামিরা, খড়ার ,রথিপুর, ডান্ডিপুর,কৃষ্ণনগর, কিসমতদেওয়ান চক, এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।গড়বেতার দুর্লভগঞ্জ ও রসকুন্ডু (একই পরিবারের ২ জন), চন্দ্রকোণার ক্ষিরপাই ৪ নং ওয়ার্ড ,ক্ষীরপাই ৩নং ওয়ার্ড, খৌরসা , সীতানগর, খিড়কিবাজার এলাকায় ৫ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়। গড়বেতার তসরগেড়িয়া, গড়বেতা ডাকবাংলো ,বলদঘাটা ,হুমগড় (পিয়াসালা-গোয়ালতোড়) এলাকাতেও ৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.