Home » জেলা জুড়ে পালিত হল কুরবানী ঈদ,কোভিড কোপে জৌলুসহীন উৎসব

জেলা জুড়ে পালিত হল কুরবানী ঈদ,কোভিড কোপে জৌলুসহীন উৎসব

by Biplabi Sabyasachi
0 comments

Eid

আরও পড়ুন ঃফের আক্রান্ত পুলিশ! পূর্ব মেদিনীপুরে তারস্বরে মাইক বাজানোকে ঘিরে উত্তেজনা, গ্ৰেফতার ১৪

পত্রিকা প্রতিনিধিঃ করোনা মহামারীর প্রাদুর্ভাবে থমকে আছে পুরো পৃথিবী। প্রায় দেড় বছর যাবৎ বিশ্বজুড়ে বিপর্যস্ত জনজীবন। এই প্রতিকূল সময়ে আবারও এসেছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইদুল আজহা। আত্মত্যাগ, সেবা, দান এবং মূল্যবোধের প্রতিফলন ঘটানো এই পবিত্র ঈদ সবার মাঝেই আনন্দের নিয়ে আসে। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে প্রায় সবার মধ্যেই ঈদ আনন্দের ভাটা পড়েছে।

নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতে বুধবার দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় করোনা বিধি মেনে পালিত হচ্ছে ঈদ-উল- আযহা। সেই মতোএদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, এগরা,তমলুক ও হলদিয়া মহকুমার সর্বত্র শান্তি,সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ বাতাবরণে কোভিড বিধি মেনে ঈদ-উল- আযহা পালিত হয়েছে। কাঁথি মহকুমার ফুলেশ্বর  হাতীশাল বাজার ঈদগাহে নামাজ পাঠ করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, দারুয়া কারবালা ময়দানে বকরীদ পালন করেন কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি অাবদুল রহমান মণি, তাজপুর ঈদগাহে নামাজ অাদায় করেন জেলা সংখ্যা লঘু সেলের সভাপতি সেক আনোয়ার উদ্দিন, কালিন্দী তে ঈদ পালন করেন মীনমিত্র মীর মমরেজ অালি, কিশোরনগরে হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি মহকুমা র দারুয়া,মৈশামুণ্ডা, দুরমুঠ, হিঞ্চি,কাজলা,হরিপুর, বড়দারুয়া,ছোট দারুয়া,ধমদীঘি,গিমাগেড়িয়া,বাধিয়া,মাজনা,দেপাল,রামনগর,দেউলীহাট,চৌধুরীবাড় প্রভৃতি ঈদগাহে কোভিড বিধি মেনে নামাজ পাঠ হয়।

এগরা মহকুমার ভবানীচক,বৈঁচা,এগরা শহর,কসবাগোলা,জেডথান,বরিদা প্রভৃতি জায়গায় ঈদ পালিত হয়। খেজুরী, পটাশপুর, ভগবানপুর,হিজলী মসনদ-ই আলা, অমর্ষী মাজার প্রভৃতি জায়গায় ঈদ পালিত হয়। তবে ঈদ-উল- আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মিয়া বাজার, সিপাই বাজার, দেওয়ান বাবার চক ও মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা সহ এই জেলার খড়গপুর , দাসপুর , পিংলা , কেশপুর , চন্দ্রকোনা টাউন এলাকার বিভিন্ন মসজিদে করোনা বিধি মেনে পালিত হচ্ছে ঈদ-উল- আযহা। পাশাপাশি ঝাড়গ্রাম জেলারপাশাপাশি এদিন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর , সাঁকরাইল , জামবনি সহ একাধিক এলাকায় করোনা বিধি মেনে ঈদ-উল- আযহা পালিত হয়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Eid

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.