Home » বিজেপির জেলা সভাপতির উপর আক্রমনের প্রতিবাদে বেলদায় পথ অবরোধ

বিজেপির জেলা সভাপতির উপর আক্রমনের প্রতিবাদে বেলদায় পথ অবরোধ

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : দাঁতনে বিজেপি জেলা সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে বেলদাতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।শুক্রবার দুপুর নাগাদ দাঁতনে এক সভায় যোগ দিতে এলে অতর্কিতে রড নিয়ে বিজেপির জেলা সভাপতির উপর আক্রমণ চালায় এক যুবক।দাঁতনে বিজেপি জেলা সভাপতির উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে বেলদাতে মিছিল এবং রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বদের।প্রসঙ্গত বিজেপির জেলা সভাপতির উপর আক্রমন করে নিজেদের দলেরই প্রাক্তন যুব মোর্চার নেতৃত্ব।জানা গিয়েছে শুক্রবার দুপুর ১২ টা নাগাদ দলের কর্মসূচিতে যোগ দিতে দাঁতন এসেছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস।দাঁতন ১ ব্লকের রবীন্দ্র ভবনে কর্মসূচীর আয়োজন করেছিল বিজেপি।যোগ দিতে এলেই আচমকাই তার উপর আক্রমণ চালায় বিজেপির প্রাক্তন যুব সভাপতি উত্তম দাস বলে অভিযোগ।যদিও দলের সাথে উত্তমের যোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।বিজেপি উত্তর মন্ডল সভাপতি রাজিব লোচন বিশ্বাস বলেন-“তৃণমূল চক্রান্ত করে সভাপতিকে মারধর করেছে।যে ছেলেটি মারধর করেছে তাকে দল অনেকদিক আগে বরখাস্ত করেছে।দলের সাথে কোন যোগ নেই।” Belda BJP, Belda BJP, Belda BJP,

আরও পড়ুন – মেদিনীপুরের ৫ জন সহ খড়্গপুরে করোনায় আক্রান্ত ২৭,ডেবরায় একদিনেই আক্রান্ত ৩৩, জেলায় ১৪৩

বিজেপির জেলা সভাপতির উপর আক্রমনের প্রতিবাদে বেলদা পথ অবরোধ


শুক্রবার বিকেলে বেলদার কেশিয়াড়ি মোড় থেকে বেলদা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল সংগঠিত করে বিজেপির নারায়ণড় মধ্য মন্ডল।মিছিল শেষে বেলদার ট্রাফিক স্ট্যান্ডে রাস্তায় বসে পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভে কর্মী সমর্থক নেতৃত্বরা।প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি।পথ অবরোধ ঘিরে বেলদাতে দীর্ঘক্ষনের জন্য যানযটের সৃষ্টি হয়।ছিলেন নারায়ণগড় মধ্য মন্ডল বিজেপির সভাপতি শুভাশিষ মহাপাত্র,বিজেপি নেতা গৌরিশঙ্কর অধিকারী সহ অন্যান্যরা।পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.