পত্রিকা প্রতিনিধিঃ অবশেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৮ দফায় ভোট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ৮ দফায় ভোট বলে মনে করা হচ্ছে। ২৯৪টি আসনে৮ দফায় হবে ভোট গ্রহণ। সুষ্ঠু ও অবাধ ভোট করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি। এবার নির্বাচন কমিশনে নির্দেশে কাজ করবে পুলিশ-প্রশাসন। ভোট সুষ্ঠু করতে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলায়।
২৯৪টি আসনের কথা মাথায় রেখে সুষ্ঠু অবাধ ভোট করার জন্য বাড়ানো হয়েছে দফা। যদি ১০ দফায় ভোট করার জন্য আগে থেকেই দাবি জানিয়েছিল বিজেপি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বেশি দফায় ভোট গ্রহনের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আর বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর শুক্রবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচন নিয়ে প্রেস কনফারেন্স করলেন জেলা শাষক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ রেশমী কোমল।
এদিন তিনি বলেন, এবার জেলায় প্রথম দফায় ভোট হবে ৬টি বিধানসভা কেন্দ্রে, দ্বিতীয় দফার ভোট হবে বাকি ৯টি কেন্দ্রে। মোট ৫৩৯৮টি পোলিং স্টেশন হচ্ছে।কাউন্টিং সেন্টার করা হয়েছে ৩টি। ঘাটাল,খড়গপুর এবং মেদিনীপুর।জেলাশাসক জানিয়েছেন, যেহেতু আজ থেকেই নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে তাই কোনো রকম নুতুন সরকারি কাজ হবেনা, তবে ১০০দিনের কাজ চলবে।