Dead Body : গ্রামের শ্মশান চুল্লিতে মৃতদেহ দাহ করাকে নিয়ে গ্রামের দুই পাড়ার বিবাদ। প্রতিবাদে রাস্তার উপর মৃতদেহ রেখে পথ অবরোধ। পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে শেষমেশ দাহ করা হয় মৃতদেহ। বুধবার এমনই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুরে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গ্রামের শ্মশান চুল্লিতে মৃতদেহ দাহ করাকে নিয়ে গ্রামের দুই পাড়ার বিবাদ। প্রতিবাদে রাস্তার উপর মৃতদেহ রেখে পথ অবরোধ। পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে শেষমেশ দাহ করা হয় মৃতদেহ। বুধবার এমনই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুরে। জানা যায়,মনোহরপুর এলাকায় বাঙালপাড়ায় রয়েছে একটি শ্মশান চুল্লী।
এদিন সকালে পাশের দত্তপাড়া থেকে একটি মৃতদেহ দাহ করার জন্য বাঙালপাড়ার ওই শ্মশান চুল্লীতে নিয়ে গেলে তাতে বাধা দেয় বাঙালপাড়ার বাসিন্দারা।এমনকি বাইরের পাড়ার মৃতদেহ তাদের এলাকার শ্মশান চুল্লীতে দাহ করা যাবেনা এমনই দাবি তুলে প্রথমে মনোহরপুরে ঘাটাল-রাণীচক রাস্তায় পথঅবরোধে সামিল হয় বাঙালপাড়ার বাসিন্দারা এবং যার জেরে মৃতদেহ দাহ কাজ আটকে পড়ে।আর এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
Dead Body
প্রতিবাদে পাল্টা রাস্তার উপর মৃতদেহ রেখে পথঅবরোধ করে দাহ করতে আসা দত্তপাড়ার বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। উভয়পক্ষকে বুঝিয়ে অবশেষে পুলিশি হস্তক্ষেপে উঠে অবরোধ। দাহ করা হয় মৃতদেহ।মৃতদেহ দাহকাজে বাধা দেওয়া বাঙালপাড়ার বাসিন্দাদের দাবি,তাদের এলাকার শ্মশান চুল্লীতেই কেনো সমস্ত পাড়ার দেহ দাহ করা হবে।
আরও পড়ুন : হারিয়ে যাচ্ছে লৌকিক অনুষ্ঠান “পৈড়ান”! সংরক্ষণের দাবি
গ্রাম পঞ্চায়েতের তরফে প্রত্যেক পাড়াতেই শ্মশান চুল্লী বানিয়ে দেওয়া হয়েছে।অপরদিকে মৃতদেহ দাহ করতে যাওয়া পরিবারের এক সদস্য অসীত কুমার দত্ত বলেন,তার মা গীতা দত্ত (৮৪) মারা যান বার্ধক্যজনিত কারণে।পাশের পাড়ার শ্মশান চুল্লীতে মৃতদেহ দাহ করতে গেলে পাড়ার বাসিন্দারা পথঅবরোধ করে দাহ করতে বাধা দেয়।
তিনি বলেন,তাদের পাড়ায় যে শ্মশান চুল্লী ছিল তা বন্ধ হয়ে পড়ে রয়েছে কারণ গ্রাম পঞ্চায়েতের তরফে সেখানে রাস্তা করে দেওয়া হয়েছে। এমনকি পঞ্চায়েতের প্রধান জানিয়ে ছিলেন পাশের পাড়ায় গ্রাম পঞ্চায়েতের তরফে শ্মশান চুল্লী তৈরি করা হচ্ছে সেখানে দাহ করার জন্য। সেমতো তার মা মারা যাওয়ায় পাশের পাড়ায় দাহ কাজ করতে এসেছিলেন। “শ্মশান চুল্লীতে মৃতদেহ দাহ করাকে ঘিরে অবরোধ পাল্টা অবরোধে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন : রান্নার সময় গ্যাস সিলিন্ডারে হঠাৎই আগুণ, গুরুতর জখম ৩
আরও পড়ুন : মেদিনীপুরে চুরি করে পালাতে গিয়ে যুবক পড়ল জলাশয়ে, আটক করল পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dead Body
– Biplabi Sabyasachi Largest Bengali