0
পত্রিকা প্রতিনিধি: আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ল বালি বোঝাই ড্রাম্পার। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের পিড়রাগেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বালিবোঝাই ডাম্পারটি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী থেকে বালি নিয়ে নয়াগ্রামের দিকে যাচ্ছিল । সেই সময় গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে। গাড়িটির মধ্যে চালক ও খালাসী ছিলেন। তেমন কোনো হতাহতের খবর নেই। ড্রাইভার ও খালাসী সুস্থ রয়েছেন। দুর্ঘটনা এড়াতে রাজ্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে তা সত্ত্বেও কিছুতেই হুশ ফিরছে না সাধারণ মানুষের। একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।