প্ত্রিকা প্রতিনিধিঃ কাঁথির পর ফের বিশালাকৃতির ঘোড়ানাগ সাপ উদ্ধার।শনিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানা এলাকার সরিপুর গ্ৰামের এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় সাপটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে ওই গৃহস্থের বাড়ির বাইরে থাকা একটি মাছের জালে আটকে পড়ে ভয়ঙ্কর বিষধর ঘোড়ানাগ সাপটি।এরপর সাপটিকে হঠাৎই সাপটিকে দেখতে পায় এক ব্যক্তি।তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এই ঘটনার পর সাপটিকে না মেরে তৎক্ষণাৎ স্থানীয় বন দফতরে খবর দেন গ্ৰামবাসীরা।এরপর শঙ্করপুর বিট হাউসের বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
রেঞ্জ আধিকারিক প্রবীর কুমার সেন বলেন,এই সাপটির আসল নাম “কপার হেডেড ট্রিংকেট সাপ”। তবে এটি ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে চলে বলেই স্থানীয় ভাষায় সাপটি ঘোড়ালাগ হিসেবে পরিচিত।তাছাড়া এই ভয়ঙ্কর ও বিষধর মনে হলেও তা কিন্তু বিষধর নয়।তাছাড়া এই সাপ কামড়ালে কোনো বিষ ছড়ায় না।মূলত এই সমস্ত সাপ সমুদ্র পাশ্ববর্তী এলাকায় সবচেয়ে বেশি লেখা যায়।