পত্রিকা প্রতিনিধি: করোনা সংক্রমন ঠেকাতে সারা দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউনের আনলক ওয়ান।আর তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনির পর এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল দিঘা।সেই মত সরকারি নির্দেশিকা মেনে হোটেল খুলতেই শুক্রবার বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা।জানা গিয়েছে,এদিন সকালে হোটেল মালিকেরা হোটেলের দরজা খুলতেই স্থানীয় আরাধনা নারী কল্যান সমিতির নেতৃত্বে মহিলারা আন্দোলনে নামেন।পরে প্রত্যেকটি হোটেলের দরজায় দরজায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পাশাপাশি দীঘায় আগত পর্যটকদের রাস্তায় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
এরপর মহিলাদের আন্দোলনের সামনে কয়েকটি হোটেলের দরজা তাড়াতাড়ি বন্ধ করে ফেলেন হোটেল মালিকেরা ।
প্রসঙ্গত,বুধবার বিকেলে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভায় মারণ ভাইরাস করোনা সংক্রমনের ভয়ের আবহের মধ্যেই বৃহস্পতিবার থেকে দিঘার হোটেল গুলি খোলার সিদ্ধান্ত হয়।সেই মত গতকাল খুলে হোটেল।এরপর হোটেল খুলতেই এক জন দুই জন করে পর্যটকেরা আসতে শুরু করেন সৈকত শহরে।এরপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার আন্দোলনে নামলো এলাকার বাসিন্দারা।এর আগে মান্দারমনিতেও একই ভাবে আন্দোলনে নামে মহিলারা।
বিক্ষোভকারী মহিলাদের দাবি,করোনা ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন।আর তার মধ্যে প্রশাসন সিদ্ধান্ত নিয়ে সমস্ত হোটেল খুলে দেওয়ার নির্দেশিকা জারি করেছেন।আর এরপর হোটেল মালিকেরা সেই নির্দেশিকা পেয়ে হোটেল গুলি খুলে দিয়েছেন।আর সেই সমস্ত হোটেল খুলতেই ভিন জেলা থেকে আসা পর্যটকেরা দিঘায় এলে স্থানীয় বাজারে এলাকায় ঘুরবেন।তার থেকে দীঘায় করোনা সংক্রমনের আশঙ্কা থেকে যায়।তাই অবিলম্বে পর্যটকদের দিঘায় আসা বন্ধ করতে হবে।আর তা যদি না হয় তবে আমরা পরবর্তী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো।