Home » মোদির সভায় কি বিজেপিতে দিব্যেন্দু ? জল্পনা রাজনৈতিক মহলে

মোদির সভায় কি বিজেপিতে দিব্যেন্দু ? জল্পনা রাজনৈতিক মহলে

by Biplabi Sabyasachi
0 comments

BJP

আরও পড়ুন ঃকাঁথিতে বিজেপির সভায় গিয়ে বিক্ষোভের মুখে শিশির অধিকারী

পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যে ২৭ মার্চ প্রথম দফা ভোটের আগে ২৪ শে মার্চ কাঁথিতে প্রথম আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিন তার জনসভায় থাকবেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তবে ওই সভা থেকে কি তিনি বিজেপিতে যোগ দেবেন ? তা নিয়ে জল্পনা রয়েছে। সূত্রের খবর, গেরুয়া শিবিরের তরফে সাংসদকে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। উল্লেখ্য, রবিবার এগরায় শাহের জনসভায় বিজেপিতে যোগ দিয়েছেন বরিষ্ঠ তৃণমূল নেতা তথা সাংসদ তথা সাংসদ শিশির অধিকারী। তবে এবার কি সেই পথেই হাঁটছেন তাঁর আরেক ছেলেও? উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে একসঙ্গে আটটি প্রশাসনিক পদ ছাড়েন সাংসদ দিব্যেন্দু অধিকারী। আটটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। ছাড়েন স্বাস্থ্যদপ্তরের মনোনীত সরকারি প্রতিনিধির পদও। সাংসদের এই পদত্যাগ স্বাভাবিকভাবেই উসকে দিয়েছিল তাঁর দলত্যাগের জল্পনা। কিন্তু এর পর এক মাসের বেশি সময় কেটে গেলেও তৃণমূল ছাড়েননি দিব্যেন্দু। অথচ বিভিন্ন সময় তাঁকে বিজেপি নেতাদের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে। এর মাঝে তৃণমূলের বিরুদ্ধেও একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন তমলুকের সাংসদ। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি তিনি। উলটে বলেছিলেন, তিনি ‘দিদির অনুগামী’।

তবে তৃণমূলের সঙ্গে সংযোগ পুরোপুরি ছেদের পথে কাঁথির অধিকারী পরিবার। কাঁথিতে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন এবং তিনি শিশির অধিকারীর পথ অনুসরণ করতে পারেন। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এব্যাপারে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁকে বিজেপির সভায় হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেখানে তিনি উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইতিমধ্যে ‘ফুল’ বদল করে ফেলেছেন শিশির অধিকারী। এবার কি তবে তমলুকের সাংসদের পালা? জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.