পত্রিকা প্রতিনিধি: রাজ্যের পাশাপাশি নিজেদের ৫ দফা দাবি দাওয়া নিয়ে চন্দ্রকোনা পৌরসভায় ডেপুটেশন সারা বাংলা পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের চন্দ্রকোনা শাখা।মঙ্গলবার সকালে চন্দ্রকোনা পৌরসভার ২০ জন পৌর স্বাস্থ্য কর্মীরা ব্যানার,প্লাকার্ড হাতে মিছিল করে চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক অরুপ ধাড়ার হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়।উল্লেখ্য,গতকাল থেকে রাজ্যে জুড়ে পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের তরফে পৌরসভা পৌরসভায় ডেপুটেশন কর্মসূচী পালন করা হচ্ছে।এক সপ্তাহ ধরে রাজ্যে জুড়ে চলবে এই কর্মসূচী।করোনা আবহে পৌর স্বাস্থ্য কর্মীরা সামনে থেকে লড়ছে তাদের কথা ভেবে সমকাজে সম বেতন,অতিরিক্ত কাজে ইনসেন্টিভ দেওয়া সহ মোট ৫ দফা দাবি পূরনে রাজ্যে জুড়ে চলছে এই কর্মসূচী।এদিন চন্দ্রকোনা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন পত্র তুলে দেয় পৌরসভার প্রশাসকের হাতে।
0