Violence against women
আরও পড়ুন ঃ–চন্দ্রকোণা ও পাঁশকুড়ায় বজ্রপাতে মৃত ৩ জনের বাড়িতে দুই মন্ত্রী, প্রতি পরিবারকে ৪ লক্ষ টাকা
আরও পড়ুন ঃ–করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই প্রস্তুতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে
পত্রিকা প্রতিনিধিঃ সম্প্রতি কয়েকদিন আগে শিয়ালদহতে (Sealdah) বর্তমান করোনা পরিস্থিতিতে প্রথম সারিতে থেকে লড়ে যাওয়া এক নার্সকে(Nurse) নিগ্রহের ঘটনা ঘটে।আর এই ঘটনার পর ইন্ডিয়ান রেলওয়ের(Indian Railway) বিরুদ্ধে সম্পূর্ণ নিগ্রহের অভিযোগ উঠেছিল। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে।আর সেই ঘটনায় এবার অবস্থান বিক্ষোভে নামল তমলুক জেলা হাসপাতালের (Tamluk District Hospital) সকল শ্রেণীর কর্মী ও নার্সরা(Nurse)। সেই মতো বুধবার দুপুরে তমলুক জেলা হাসপাতালের(Tamluk District Hospital)
সুপারিনটেনডেন্টের কার্যালয়ের সামনে বুকে কালো ব্যাচ বেঁধে অবস্থান বিক্ষোভে সামিল হন নার্সরা (Nurse) ও সকল শ্রেণীর কর্মচারীরা। তবে বর্তমান করোনা(Covid) মহামারী পরিস্থিতিতে প্রথম সারিতে থেকে লড়ছেন নার্সরা (Nurse)। আর সেই প্রথম সারিতে লড়া সৈনিকদের নিগ্রহের ঘটনার জেরে এই বিক্ষোভ সংগঠিত হয়।তাদের আরও দাবি, খোদ তমলুক জেলা হাসপাতালের (Tamluk District Hospital) মধ্যে হাসপাতাল (Hospital)কর্মীদের দ্বারা নিগৃহীত হতে হচ্ছে নার্সদের(Nurse)।আর সেই ঘটনায় অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা(Helth workers)।পাশাপাশি প্রথম সারি থেকে লড়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের(Helth workers)
পরিবারদের অবিলম্বে যাতে টিকাকরণের ব্যবস্থা করা হয় তারও দাবি জানিয়েছেন তারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Violence against women
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore