ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সারের কালোবাজারি বন্ধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখাল এসইউসিআই-এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক ও ক্ষেতমজদুর সংগঠন। শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখায়। পোড়ানো হয় প্রতীকী কালোবাজারি সারের বস্তা।
উপস্থিত ছিলেন, রাজ্য নেতা স্বদেষ পড়িয়া, জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, বঙ্কিম মুর্মু, স্বপন মাজি প্রমুখ। সংগঠনের দাবি, সারের কালোবাজারি রোধ, সরকারি সহায়ক মূল্যে ধান কেনা, মাণ্ডিগুলোতে ধান কেনায় ভয়াবহ দুর্নীতি রোধের। প্রভঞ্জন জানা বলেন, “সারের বস্তায় যা দাম লেখা রয়েছে তার থেকে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন চাষীরা। প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
Fertilizer Black Marketing
আরও পড়ুন : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামবনি থানায় অভিযোগ দায়ের বিধায়ক দেবনাথ হাঁসদার
অন্যদিকে শালবনী বিডিও অফিসে একাধিক দাবিতে ডেপুটেশন দিল কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্র খুলে ক্রয় কিনতে হবে। পাঁচ কেজির বেশি ক্যুইন্টাই প্রতি বাদ দেওয়া চলবে না। কৃষি উপকরণ সস্তায় সরবরাহ করতে হবে। সারের কালোবাজারি বন্ধ করতে হবে। উপস্থিত ছিলেন, সনৎ মাহাত, স্বপন মাহাত, সেখ আলম প্রমুখ।
আরও পড়ুন : পেট্রোলে ভেজাল ও পরিমাণে গড়মিল! মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক পাম্প সিল করল ক্রেতা সুরক্ষা দপ্তর
আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের পরদিনই কেশপুরে উদ্ধার ২৫ টি তাজা বোমা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fertilizer Black Marketing
– Biplabi Sabyasachi Largest Bengali