পত্রিকা প্রতিনিধি: ফেসবুকে আলাপ, সেখান থেকেই শুরু হয় সম্পর্ক । সম্পর্কের ফাঁদে পা দিয়ে এক তরুনীকে একাধিকবার ধর্ষন করে এক যুবক, এমনটাই অভিযোগ করেন খড়্গপুরের ভবানীপুর এলাকার এক যুবতীর। জানা যায় ওই যুবতী দিল্লীতে একটি জায়গায় পরিচারিকার কাজে নিযুক্ত ছিলেন। খড়্গপুরে ওই তরুণী তার মামা বাড়িতে এসেই থাকতেন । ফেসবুকে আলাপের পর ওই তরুণীকে খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকার এক যুবক পেশায় রেলকর্মী দীঘায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে ওই যুবতী অভিযোগ করেন । রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তার নির্দেশে কয়েকবার তল্লাশি চালিয়ে হাতের নাগালে পাওয়া যায়নি ওই যুবক কে কিন্তু শেষমেষ তার বাড়ি থেকে গ্রেফতার করলো খড়গপুর টাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে দীঘায় একাধিকবার ধর্ষণ করেছে ওই যুবক ।এরপর তরুনী বিয়ের কথা বললে তাকে প্রানে মেরে দেওয়ার হুমকি দেয় ওই যুবক । এরপর এই দিল্লির তরুনীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে । এই নিয়ে নিউ সেটেলমেন্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
4