বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যাত্রীবাহী বেসরকারি বাস ও মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল দুজনের। গুরুতর আহত এক কিশোরী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার টাবাগেড়্যা এলাকায়। রাজ্য সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ও বাইকের ধাক্কা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। গুরুতর আহত অবস্থায় দুজনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ডেবরা থানার পুলিশ ও এলাকাবাসী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

সেখানে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বাইক আরোহীর নাম নাসির আলি ও সামসেদা খাতুন। তাঁদের বাড়ি ডেবরা ব্লকেরই রামচন্দ্রপুর এলাকায়। মুসকান খাতুন নামে এক কিশোরীও ওই বাইকে ছিল। গুরুতর আহত হয়েছে সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, একটি বাইকে চেপে একই পরিবারের তিনজন ডেবরার দিক থেকে ট্যাবাগেড়্যার দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসছিল যাত্রীবাহী বাস। সেই সময় ট্যাবগেড়িয়া এলাকায় রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কা হয়। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইকে থাকা তিনজনই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ।
আরও পড়ুন : বনকর্মীদের রাতভর আটকে হেনস্থা, বনদপ্তরের বিরুদ্ধেই ক্ষোভ বনকর্মীদের! স-মিলের বিরুদ্ধে ব্যবস্থা
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ তিনজনকেই উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নাসির ও সামসেদাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মুসকানকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাস ও বাইকটি আটক করেছে ডেবরা থানার পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Deadly Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper