পত্রিকা প্রতিনিধি:পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বিহারী সোল গ্রামের আদিবাসী পাড়ায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। এমনকি তার ৩ বছরের শিশুকন্যাকে ও খুনের চেষ্টা করেন। শিশুকন্যা পূজা হেমরম ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিত্সাধীন।
স্থানীয় সূত্রে জানা যায় শালবনী থানার কুসুম ডাঙ্গার বাসিন্দা কাঞ্চন হেমরম গরবেতা থানার বিহারী সোল গ্রামে শশুর বাড়িতে রবিবার রাতে তার স্ত্রী ও তিন বছরের কন্যাকে ছুরি দিয়ে আক্রমণ করে। মৃতের আত্মীয় বাসন্তী সরেন জানান বাড়ির মধ্যে চিত্কার চেচামেচি শুনতে পেয়ে অন্য দরজা দিয়ে বাড়িতে ঢুকি।সেই সময় কাঞ্চনের স্ত্রী মালতি হেমরম বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই মালতি হেমরম ও কাঞ্চন হেমরম এর মৃত্যু হয়। তিন বছরের শিশুকন্যা পূজা হেমরম ছুরিকাহত হয়ে মাটিতে গড়াগড়ি দিতে থাকে।স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজের পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক অশান্তির জেরে খুন বলে প্রাথমিক অনুমান। কোন দিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
0
previous post