Home » খড়্গপুরের রেল এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

খড়্গপুরের রেল এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : খড়্গপুর রেল এলাকার ২৬ নম্বর ওয়ার্ডে একটি কারখানার বাইরে বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার। Kharagpur News, Kharagpur News,

আরও পড়ুন- ফের করোনায় আক্রান্ত মেদিনীপুর শহর ও শহরতলীর মোট ৩০ জন

খড়্গপুরের রেল এলাকায় মৃতদেহ উদ্ধার, ছবি- অরিজিত দাস

খড়্গপুরের ডিশ স্টোর কালী মন্দির এর কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন । খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে পৌছায় রেল এবং খড়্গপুর টাউন থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম কার্তিক দাস বয়স (৩৮)। তিনি খড়্গপুরের কৌশল্যা ডি.এম.এস কলেজ এর কাছে থাকতেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন- আজকের পত্রিকা- ১০ সেপ্টেম্বর, বাং- ২৪ ভাদ্র ১৪২৭

আরও পড়ুন- করোনায় আক্রান্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিনো হয়েছে পুলিশে তরফে ।ওই ব্যক্তির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । বাড়ির লোকের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.