পত্রিকা প্রতিনিধি– সাত সকালেই পথ দুর্ঘটনায় আগুন লাগলো বাসে, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোটর বাইক চালক।এমনকি এই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকটি ছাগলের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিস। ঘটনাটি ঘটে বুধবার সকালে দাসপুর থানার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর পীরতলা এলাকায়। জানাযায় ঘাটালের দিক থেকে আসা এক ছাগল বোঝাই স্কুটিকে দাসপুর পীরতলায় এলাকায় দশ চাকা লরি ধাক্কা দিলে মোটরবাইকটি উল্টে গিয়ে ছাগল সমেত কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক টুরিস্ট বাসের গিয়ে ধাক্কা মারে।
আর এই ঘর্ষণের ফলে স্কুটিতে আগুন ধরে যায়। স্কুটি গিয়ে ধাক্কা দেয় পাশে থাকা এক টুরিস্ট বাসকে তখনি আগুন লাগে বাসটিতেও।
স্থানীয়রাই দ্রুত আগুন নিভিয়ে স্কুটি চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠান। স্কুটিতে থাকা কয়েকটি ছাগল ও মারা যায় । এই দুর্ঘটনায় সাময়িকভাবে স্তব্ধ হয় ঘাটাল পাঁশকুড়া সড়কে যানচলাচল। পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে । ঘাতক লরিকে আটক করেছে পুলিশ।
0
previous post