Home » দাসপুরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দাসপুরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে, ঘটনায় এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা। এলাকার বিজেপি কর্মী-সমর্থকরাও ওই বিজেপি নেত্রী বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। জানাযায় শনিবার ১৫ ই আগস্ট ৪৭ তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর অঞ্চলের সৈয়দকরিম গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বাসিন্দারা, আর সেই পতাকা উত্তোলনের কিছুক্ষণ পরেই এলাকার এক বিজেপি নেত্রী অঞ্জুশ্রী ঘোষ শাসমল সেই পতাকা নামিয়ে খুলে নিয়ে বাড়ি চলে যায় এতেই দেখা দেয় চরম উত্তেজনা। অঞ্জুশ্রী ঘোষ শাসমল এর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা তারা বলেন জাতীয় পতাকার অবমাননা করেছেন উনি উনার উপযুক্ত শাস্তি দাবি করছি। এমনকি এলাকাবাসীরা অঞ্জুশ্রীর বাড়িতে কারণ জানতে গেলে অঞ্জুশ্রী গ্রামবাসীদের ঝাঁটা কাটারি নিয়ে তেড়ে আসে বলেও অভিযোগ। যোদিও অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলে উনি কোন উত্তরই দিতে চাননি।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.