0
পত্রিকা প্রতিনিধি : লকডাউন এর মাঝে বিয়ে সেরে ফেরার পথে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় আহত বর-কনেসহ মোট ছয়জন।যাদের মধ্যে দুই শিশুর আঘাত গুরুতর।জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মালযমুনা থেকে বেলদার রসুলপুরে বিয়ে করতে আসে পাত্র সহ প্রায় কুড়ি জন বরযাত্রী।ফেরার পথে বেলদা থানার নেকুড়সেনি এর কাছে আচমাকাই একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বর-কনে বোঝাই গাড়িটি।স্থানীয়দের চেষ্টা আহতদের পাঠানো হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।মর্মান্তিক এই দূর্ঘটনায় আহত হয় প্রায় বর-কনে ও দুই শিশুসহ মোট ছয়জন।যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।যদিও দূর্ঘটনার পর বর-কনে বোঝাই গাড়ি চালক পলাতক।