102
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে করোনার থাবা।এবার আক্রান্ত খোদ চিকিৎসক।দাঁতন হাসপাতালের দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার পর বন্ধ করে দেওয়া হল হাসপাতালের দন্ত বিভাগ।স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর, ৭ আগস্ট দাঁতন হাসপাতালের ওই চিকিৎসক সহ বেশ কয়েকজনের অ্যান্টিজেন টেস্ট করা হলে রিপোর্টে সন্দেহজনক থাকায় শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়।পরে রাতে রিপোর্টে পজিটিভ আসে।হাসপাতাল সুত্রে খবর,করোনা আক্রান্ত ওই চিকিৎসক বর্তমানে হোম আইসোলেশনে থাকবেন।প্রত্যক্ষ সংস্পর্শে আসা বাকিদের চিহ্নিত করে নমুনা পরীক্ষা হবে বলে সুত্রের খবর।দন্ত চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক দেখা গেছে মানুষের মধ্যে।